নয়াদিল্লি: তিনি কাজ করেছেন ভারতীয় ছবির বিভিন্ন বড় নামের সঙ্গে.. ছুঁয়ে দেখেছেন স্বপ্নকে। দক্ষিণী এই পরিচালক কিন্তু নিজের মায়াজাল বিস্তার করেছেন গোটা ভারতেই। তাঁর হাত ধরেই নিজের কেরিয়ারের অন্যতম ব্লকবাস্টার হিট ছবিতে অভিনয় করলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। কিন্তু 'জওয়ান' (Jawan) ছবির পরিচালক নিজেই নাকি স্বচ্ছন্দ্য নন হিন্দিতে? কোন ম্যাজিকে একের পর এক সুপারহিট ছবি পরিচালনা করেন দক্ষিণের এই তারকা? এবিপি নেটওয়ার্কের (ABP Network) 'আইডিয়াজ় অফ ইন্ডিয়া' (Ideas Of India)-তে এসে নিজের ছবি তৈরির অভিজ্ঞতা নিয়ে কথা বললেন অ্যাটলি কুমার (Atlee Kumar)।
হিন্দিতে স্বচ্ছন্দ্য নন দক্ষিণের এই তারকা, তাহলে কীভাবে তৈরি করলেন 'জওয়ান'-এর মতো হিট ছবি? অ্যাটলি বলছেন, 'আমি বিশ্বাস করি ছবি তৈরির ভাষা কোনও বাধা হতে পারে না কখনও। হলিউড বা দুবাইতেও আমার অনুরাগী আছেন যাঁরা মোটেই হিন্দি বোঝেন না। সিনেমা আসলে অনুভূতির ওপর নির্ভর করে। কোনও বিশেষ ভাষার ওপর নয়।'
শাহরুখ খান বা রজনীকান্তের মতো সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন অ্যাটলি। কিং খানের দীর্ঘ এই কেরিয়ারে কোন ছবি তাঁর সবচেয়ে পছন্দ? অ্যাটলি বলছেন, 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' থেকে শুরু করে 'কুছ কুছ হোতা হ্যায়', 'ওম শান্তি ওম', 'চেন্নাই এক্সপ্রেস'... আমি বলেই যেতে পারি। ভারতের কাছে উনি ভারতীয় ছবির মুখ। ওঁর সঙ্গে কাজ করা আমার কাছে সত্যিই স্বপ্নের মতো ছিল। শাহরুখের যে বিষয়টা আমার সবচেয়ে ভাল লাগে, সেটা হল ওঁর স্ক্রিন-প্রেজেন্স। পর্দায় ওঁর উপস্থিতি এক কথায় ম্যাজিক্যাল। আমার পঞ্চম ছবি শাহরুখ স্যরের সঙ্গে, এটা বিশ্বাসই করতে পারি না আমি। আশা করি সুযোগের সদব্যবহার করেছি আমি।'
অ্যাটলি দক্ষিণের সফল পরিচালক.. তবে কিভাবে শুরু হয়েছিল তাঁর সফর? অ্যাটলি বলছেন, 'ছোট থেকে আমার অভিনয়ে আসার স্বপ্ন যেমন ছিল না, তেমন ছিল না পরিচালক হওয়ার আকাঙ্খাও। আমি নাচ করতে ভালবাসতাম। স্কুলের নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম। পরবর্তীকালে, ধীরে ধীরে স্কুলের নাচের অনুষ্ঠান কোরিওগ্রাফি করার দায়িত্ব পাই। সেখান থেকেই নাচের মাধ্যমে গল্প বলার শুরু। তারপরে বুঝলাম, গল্প বলতেই বেশি ভাল লাগছে। সেই থেকেই পরিচালক হওয়ার স্বপ্ন দেখার শুরু। শঙ্কর স্যারের সঙ্গে ৫ বছর কাজ করেছিলাম। প্রথম ছবি করেছিলাম রজনীকান্ত স্যারের সঙ্গে, ছবিটার নাম ছিল রোবট। আমি বিশ্বাস করি, সবসময় আমার সঙ্গে ম্যাজিক হয়েছে।'