কলকাতা: সপ্তাহান্তে ফের দুর্যোগের ভ্রুকুটি (West Bengal Weather Forecast)। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert)। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য জারি এই সতর্কতা। দিনভর ভিজতে পারে একাধিক জেলা।
ফের দুর্যোগের ভ্রুকুটি: ভরা বসন্তে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আজও আংশিক মেঘলা আকাশ। উপকূলের জেলা-সহ দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ কলকাতাতেও বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস
সূত্র: https://city.imd.gov.in/citywx/localwx.php
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
23-Feb | 8.0 | 24.0 | Mainly Clear sky | |
24-Feb | 8.0 | 25.0 | Partly cloudy sky | |
25-Feb | 8.0 | 26.0 | Generally cloudy sky | |
26-Feb | 10.0 | 27.0 | Generally cloudy sky | |
27-Feb | 12.0 | 27.0 | Generally cloudy sky with Light Rain or Drizzle | |
28-Feb | 10.0 | 28.0 | Mainly Clear sky | |
29-Feb | 10.0 | 29.0 | Partly cloudy sky |
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ২৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে ২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা পর্যন্ত এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মূলত পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বেশি বৃষ্টি হবে। রবিবার পশ্চিমের জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। সেদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। উত্তরবঙ্গে দার্জিলিং জেলার পার্বত্য এলাকায় রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Airport-New Garia Metro: চিংড়িঘাটায় মেট্রোর কাজের জেরে বিকল্প পথ, কোন রুটে পৌঁছবেন গন্তব্যে?