নয়াদিল্লি: চেম্বুরের (Chembur) কনসার্টে সোনু নিগমের (Sonu Nigam Concert) আক্রান্ত হওয়ার ঘটনায় সরকারকে কড়া পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে 'ইন্ডিয়ান সিঙ্গার্স রাইটস অ্যাসোসিয়েশন' (Indian Singers' Rights Association) থেকে। সংস্থার তরফে এই ঘটনাকে 'লজ্জাজনক' ('matter of shame') বলে অভিহিত করা হয়েছে।


অনুষ্ঠানের পর 'আক্রান্ত' সোনু নিগম, নিন্দায় ISRA


গতকাল রাতে সোনু নিগমের কনসার্টে  হুড়োহুড়ির জেরে আহত হয়েছেন ২ জন। অনুষ্ঠানের শেষে গায়ককে ঘিরে নিজস্বী (Selfie) তোলার হিড়িক পড়ে যায়। গায়কের সঙ্গে থাকা দুই ব্যক্তি স্টেজ থেকে পড়ে যান। এই ঘটনার প্রেক্ষিতে 'ইন্ডিয়ান সিঙ্গার্স রাইটস অ্যাসোসিয়েশন'র তরফে একটি বিবৃতি পেশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, 'গতকাল রাতে চেম্বুরে একটি সঙ্গীত অনুষ্ঠানে আমাদের কিংবদন্তি গায়ক সোনু নিগম এবং তাঁর দলের উপর গুরুতর হামলার বিষয়ে জানতে পেরে আমরা গভীরভাবে শোকাহত। ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক যে এমন একজন শিল্পীর ওপর আক্রমণ করা হল। দেশের প্রত্যেক শিল্পী হতবাক এবং এই ঘটনায় আতঙ্কিত।' তাঁরা আরও বলেন, 'আমরা মহারাষ্ট্র সরকার ও আইনি সংস্থাগুলির কাছে আবেদন জানাচ্ছি এই ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার জন্য যাতে কোনও গায়ক বা শিল্পীর সঙ্গে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়।'


কী ঘটেছিল?


স্থানীয় বিধায়কের ছেলে স্বপ্নিল ফটেরপেকর, সোনু নিগমের সঙ্গে জোর করে নিজস্বী তুলতে গেলে গায়কের রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। গতরাতে অনুষ্ঠানের এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়। অভিযুক্ত ও তাঁর বন্ধুদের দেখা যায় সোনুর দলের অন্যান্য সদস্যদের ধাক্কা দিতে। ঘটনায় আহত হয়েছেন গায়কের মেন্টর গুলাম মুস্তাফা খানের পুত্র রাব্বানি খান ও গায়কের ঘনিষ্ঠ এবং নিরাপত্তারক্ষী। সোনু নিগমের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করেছে মুম্বই পুলিশ। তবে শিবসেনা বিধায়ক ও অভিযুক্তের বোন সুপ্রদা ফটেরপেকর গোটা ঘটনায় ক্ষমা চেয়ে নিয়েছেন। 


এই ঘটনার পর আজ মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) দেখা মিলল সঙ্গীতশিল্পীর। তিনি জানালেন, 'সব ঠিক আছে'। 


আরও পড়ুন: Javed Akhtar:'২৬/১১ হামলার চক্রীরা আপনাদের দেশে ঘুরে বেড়াচ্ছে', পাক-ভূমিতে দাঁড়িয়েই অকপট জাভেদ আখতার


প্রসঙ্গত, কিছুদিন আগেই টলিউডে একটি কাজের সূত্রে কলকাতা এসেছিলেন সোনু। দেব (Dev) ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) অভিনীত কাছের মানুষ (Kacher Manush) ছবিটিতে একটি গানের প্লেব্যাক করেছিলেন সোনু। সেই গানের মুক্তি ও ছবির প্রচারের জন্যই কলকাতায় এসেছিলেন সঙ্গীতশিল্পী।