ইসলামাবাদ: '২৬/১১ হামলার (26/11 Attak) চক্রীরা এখনও আপনাদের দেশে ঘুরে বেড়াচ্ছে', রাজনীতিবিদ নন, পাকিস্তানের (Pakistan) উদ্দেশে বললেন বিশিষ্ট গীতিকার ও লেখক জাভেদ আখতার (Javed Akhtar)। পাক-মাটিতে (Programme In Pakistan) দাঁড়িয়ে প্রবীণ গীতিকারের আরও বক্তব্য, 'আমি মুম্বইয়ের (Mumbai) লোক। ওখানে কী রকম হামলা হয়েছিল, আমরা দেখেছি। আর যারা হামলা করেছিল তারা তো নরওয়ে বা মিশর থেকে আসেনি। সেই লোকগুলি এখনও আপনাদের দেশে ঘুরে বেড়াচ্ছে।' তাঁর এই ভিডিও এই মুহূর্তে তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 


হইচই...
বিখ্যাত কবি ফৈয়জ আহমেদ ফৈয়জের স্মৃতিতে হালেই একটি উৎসব আয়োজন হয়েছিল পাকিস্তানে। সেটি উৎসবে যোগ দিতে যান জাভেদ আখতার। সেখানেই দর্শকাসন থেকে কেউ তাঁকে প্রশ্ন করেন, 'আপনি বহু বার পাকিস্তানে এসেছেন।...দেশে ফিরে কী বলেন? এখানকার (পাকিস্তান) মানুষগুলি শুধুই আমাদের বোমা মারে না, ফুল ও ভালোবাসার মালা পরিয়ে অভ্য়র্থনাও জানায়?' প্রবীণ শিল্পীর জবাব, 'এভাবে একে অন্যকে দুষে লাভ নেই। যে ভাবে পরিস্থিতি তেতে রয়েছে তা অবশ্যই শান্ত হওয়া দরকার। তবে আমি তো মুম্বইয়ের মানুষ। দেখেছি ওখানে কী ভাবে হামলা চলেছিল। করেছিল তারা তো নরওয়ে বা মিশর থেকে আসেনি। সেই লোকগুলি এখনও আপনাদের দেশে ঘুরে বেড়াচ্ছে। তাই ভারতীয়দের মনে যদি কোনও অসন্তোষ থেকেও থাকে, সেটি নিয়ে আপনাদের দুঃখ পাওয়া উচিত নয়।' এতেই থামেননি বিশিষ্ট গীতিকার। মনে করিয়ে দিয়েছেন, ভারতের মাটিতে নুসরত ফতেহ আলি খান এবং মেহদি হাসানের মতো শিল্পী আজও অত্য়ন্ত জনপ্রিয়। বহুবার তাঁরা শো-ও করেছেন ভারতে। কিন্তু পাকিস্তানে কোনও দিন লতা মঙ্গেশকরের কোনও শো হয়নি। তাঁর কথায়, 'মেহদি হাসান ভারতে কার্যত কিংবদন্তী ব্যক্তিত্ব। উনি যখন ভারতে এসেছিলেন শাবানা (আজমি) সেই শো সঞ্চালনা করেছেন। আমি সেই শো-র জন্য স্ক্রিপ্ট লিখে দিয়েছি। অনুষ্ঠানে এসেছেন লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের মতো প্রবাদপ্রতিম শিল্পীরা। কিন্তু আপনারা কখনও কাইফি আজমি, সাহির লুধিয়ানভি বা সর্দার জাফরির সাক্ষাৎকার পিটিভি-তে দেখেছেন? ভারতে দেখানো হয়েছে। আসলে যোগাযোগে বিধিনিষেধ দু-তরফেই রয়েছে। হয়তো আপনাদের তরফে একটু বেশিই রয়েছে।'


অনুষ্ঠানে আর যা...
জাভেদ আখতারের সঙ্গে জনপ্রিয় পাকিস্তানি গায়ক আলি জাফরকে 'জ্যাম সেশন' করতে দেখা যায়। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পরে লাহোরে নিজের বাড়িতে প্রবীণ গীতিকারকে নিয়ে ব্যক্তিগত অনুষ্ঠান সারেন আলি জাফর। কিন্তু সব পেরিয়ে শিরোনামে আখতারের ২৬/১১ হামলার প্রসঙ্গই। 


আরও পড়ুন:ভারত-সিঙ্গাপুরের মধ্যে ডিজিটাল লেনদেন এবার আরও সহজ, শুরু UPI-PayNow পরিষেবা