নয়াদিল্লি: আগামীকাল অর্থাৎ ১৬ ডিসেম্বর মুক্তি পাবে জনপ্রিয় হলিউড (Hollywood) ছবি 'অবতার'-এর সিক্যুয়েল 'অবতার ২' (Avatar 2)। জেমস ক্যামেরনের (James Cameron) এই ছবিকে ঘিরে দর্শকদের প্রত্যাশার কোনও অভাব নেই। কবে মুক্তি পাবে 'অবতার দ্য ওয়ে অফ ওায়টার', তা নিয়ে একাধিক পোস্ট করছেন নেটিজেনরা। কিন্তু তার আগেই এ কী খবর! ছবি মুক্তির আগেই নেট দুনিয়ায় ফাঁস হয়ে গেল 'অবতার ২'।



অনলাইনে ফাঁস 'অবতার- দ্য ওয়ে অফ ওয়াটার'-


বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে, ছবি মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে জেমস ক্যামেরনের ছবি 'অবতার ২'। একাধিক অনলাইন মাধ্যমে ফাঁস হয়ে গিয়েছে এই ছবি। শুধু তাই নয়, এই ছবি বিনামূল্যে ডাউনলোডও করা যাচ্ছে বলে খবর। 'অবতার দ্য ওয়ে অফ ওয়াটার'-এর অনলাইনে ফাঁসের খবরে হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। আশঙ্কা করা হচ্ছে যে, ব্যাপক প্রভাব পড়তে পারে ছবির ব্যবসায়।



আরও পড়ুন - KIFF 2022: কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে কী বললেন মহেশ ভট্ট?



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">