Electric Scooter: ভারতে ক্রমশ চাহিদা বাড়ছে ইলেকট্রিক স্কুটারের (Electric Scooters)। দু'চাকার পাশাপাশি চারচাকার ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তাও বাড়ছে দেশে। তবে ইলেকট্রিক গাড়ির তুলনায় গ্রাহকদের বেশি পছন্দ ইলেকট্রিক বাইক বা স্কুটার। দেশের বিভিন্ন প্রান্তে চার্জিং পয়েন্টও তৈরি হচ্ছে। ইতিমধ্যেই একাধিক অটোমোবাইল সংস্থা ইলেকট্রিক গাড়ি এবং স্কুটার তৈরি শুরু করেছে। বেশ কিছু স্টার্ট আপ সংস্থাও নজর কেড়েছে এই ব্যবসায়। আগামী দিনে আরও বেশি সংখ্যক কোম্পানি ইলেকট্রিক ভেহিকেল নির্মাণে মনযোগ দেবে বলে মনে করা হচ্ছে। এবার দেখে নেওয়া যাক ভারতের সেরা কয়েকটি ইলেকট্রিক স্কুটার যেগুলো একবার চার্জ দিলেই অনেকটা পথ চলতে পারবে, অর্থাৎ হাই রেঞ্জের ইলেকট্রিক স্কুটার। এই তালিকায় কোন কোন ইলেকট্রিক স্কুটার রয়েছে জেনে নিন।
Gravton Quanta
এই ইলেকট্রিক স্কুটারের এক্স শোরুম দাম ৯৯,০০০ টাকা। একবার চার্জ দিলে ৩২০ কিলোমিটার সফর করতে পারবে। average speed থাকবে ঘণ্টায় ২৫ কিলোমিটার। হায়দরাবাদ, চেন্নাই এবং বেঙ্গালুরুর এই তিন শহরে পাওয়া যায় এই ইলেকট্রিক স্কুটার। এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে 3kW in-house-built BLDC মোটর। এছাড়াও একটি ডুয়াল ব্যাটারি প্যাক রয়েছে এই ইলেকট্রিক স্কুটারে। ১৮০ এনএম পিক টর্ক পাওয়া যাবে এই ইলেকট্রিক স্কুটারে।
Simple Energy Simple One
এই ইলেকট্রিক স্কুটারের এক্স শোরুম দাম ১,০৯,৯৯৯ টাকা। এই ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ রেঞ্জ ২৩৬ কিলোমিটার হতে পারে বলে দাবি করেছে সংস্থা। রিয়েল ওয়ার্ল্ড রেঞ্জ হতে পারে ২০৩ কিলোমিটারের আশপাশে। অর্থাৎ এই ইলেকট্রিক স্কুটারে একবার পুর চার্জ দিলে এতটা সফর করতে পারবে। এখানে রয়েছে একটি 4.8 kWh- এর রিমুভেবল ব্যাটারি প্যাক। আপাতত শুধু বেঙ্গালুরুতে পাওয়া যায় এই ইলেকট্রিক স্কুটার। তবে চেন্নাই, হায়দরাবাদ- সহ মোট ১৩টি শহরে প্রথম ধাপে ব্যবসা সম্প্রসারণের ইচ্ছে রয়েছে কোম্পানি। পরবর্তী পর্যায়ে ৫ থেকে ৭ মাসের মধ্যে আরও ৭৫টি শহরে এই ইলেকট্রিক স্কুটার লঞ্চের পরিকল্পনা করেছে কোম্পানি।
Ola S1 Pro
ওলা ইলেকট্রিক সংস্থার ই-স্কুটার ওলা এস১ প্রো- এর এক্স শোরুম দাম ১,২৯,৯৯৯ টাকা। একবার চার্জ দিলে এই ইলেকট্রিক স্কুটার সফর করতে পারে ১৮১ কিলোমিটার। এখানে রয়েছে একটি 3.97 kWh ব্যাটারি। মাত্র ১৮ মিনিট চার্জ দিলে ৭৫ কিলোমিটার রাস্তা চলতে পারে ওলা এস১ প্রো ইলেকট্রিক স্কুটার। এমনটাই দাবি করেছে ওলা কর্তৃপক্ষ। পুরো চার্জ হতে সময় লাগে ৬ ঘণ্টা ৩০ মিনিট।
Hero Electric Nyx HX
এই ইলেকট্রিক স্কুটারের দাম (এক্স শোরুম) ৬২,৯৫৪ টাকা। একটি 1.53 kWH- এর পোর্টেবল ব্যাটারি প্যাক রয়েছে এই ইলেকট্রিক স্কুটারে। পুরোপুরি চার্জ হতে ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগে। এই ইলেকট্রিক স্কুটার ঘণ্টায় ৪২ কিলোমিটার সর্বোচ্চ গতি তুলতে পারে। এখানে রয়েছে একটি ফোল্ডেবল রেয়ার সিট (পিছন অংশের সিট)।
Okinawa i-Praise
এই ইলেকট্রিক স্কুটারের দাম (এক্স শোরুম) ১,০৯,০০০ টাকা। একবার চার্জ দিলে চলতে পারবে ১৩৯ কিলোমিটার।
আরও পড়ুন- ১০ লক্ষ টাকার বাজেটে ৫ তারা সুরক্ষা রেটিং, দেশে রয়েছে এই গাড়িগুলি
Car loan Information:
Calculate Car Loan EMI