কলকাতা: ফের দুই আন্তর্জাতিক প্রতিযোগীতায় শুভ্রজিৎ মিত্র (Sunhrajit Mitra) পরিচালিত, অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty), দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee), শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) অভিনীত 'অভিযাত্রিক'। ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছে সাদা কালোর নস্ট্যালজিয়া মোড়া এই ছবি। মুক্তির পর এই ছবি মনোনীত হয়েছে 'কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' (Kerala Intertational Film Festival) ও ১৩ তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। 


কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ইন্ডিয়ান প্যানোরমা ২০২২ (Indian Panoroma 2022) সালে একমাত্র বাংলা ছবি 'অভিযাত্রিক' (Avijatrik)। কার্যত আন্তর্জাতিক দরবারে বাংলার প্রতিনিধিত্ব করছে এই ছবি। অন্যদিকে ১৩ তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের  (Bengaluru International Film Festival) এশিয়ান সিনেমা প্রতিযোগিতার বিভাগে মনোনীত হয়েছে ছবিটি। এই বিভাগে বাংলার অপর একটি ছবিও রয়েছে। ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) ও পরমব্রত বন্দ্যোপাধ্যায় (Parambrata Chatterjee) অভিনীত পরিচালক রঞ্জন ঘোষের (Ranjan Ghosh) ছবি 'মহিষাসুর মর্দিনী'।


আরও পড়ুন: Mahishasur Marddini: বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত রঞ্জন ঘোষ পরিচালিত, ঋতুপর্ণা, শাশ্বত, পরমব্রতর 'মহিষাসুর মর্দিনী'


ছবির সাফল্য নিয়ে খুশি পরিচালক শুভ্রজিৎ মিত্র। এবিপি লাইভকে তিনি বললেন, 'বাংলা ছবির ক্ষেত্রে এটা যথেষ্ট গর্বের বিষয়। সাধারণত কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ইন্ডিয়ান প্যানোরমা ২০২২ (Indian Panoroma 2022) পুরনো ছবির স্ক্রিনিং করে না। তবে বিদেশ থেকে অনুরোধ আসাতেই এই ছবিকে তালিকায় রাখা হয়েছে।'


ছবির প্রিমিয়ারে এসে অভিনেত্রী শ্রীলেখা মিত্র বলেছিলেন,  'দুবছর পর অভিযাত্রিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ভাগ্যিস এটা ওটিটিতে মুক্তি পাচ্ছে না। কিছু ছবি বড়পর্দায় দেখাটাই উচিত। অভিযাত্রীক তাদের মধ্যে একটা। ২ বছর বাক্সবন্দি থাকার পর অভিযাত্রিক আমাদের সবাইকে নিয়ে নিঃশ্বাস নিচ্ছে। সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালি' বা 'অপুর সংসার'-এর সঙ্গে তুলনা করবেন না। এটাকে একটা আলাদা কাজ হিসেবে দেখুন।' পর্দার অপু ওরফে অর্জুন বলেছিলেন, 'অবশেষে ঘরে ফিরেছে অপু-কাজলের গল্প। আশা করব সবার ছবিটা ভালো লাগবে। প্রশংসা এবং সমালোচনা দুইই গ্রহণ করতে রাজি আমি। খুব ভালো লাগছে এতদিন পর মানুষ সাহস করে হলে ফিরছেন।'