কলকাতা: অপেক্ষার অবসান। করোনা পরিস্থিতি পেরিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেল 'অভিযাত্রিক'। রঙিন ছবির ভিড়ে অপুর নস্ট্যালজিয়া মাখা সাদা-কালো আবেদন আলাদা করে নজর ও মন দুই কাড়ছে দর্শকের। এই ছবিতে অর্জুন চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty), দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee), শ্রীলেখা মিত্রদের (Shreelekha Mitra) মতো পরিচিত মুখেরা এই ছবিতে ধরা দেবেন একেবারে অপরিচিত বেশে। ছবি নিয়ে উৎসাহিত পরিচালক থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী সবাই।
এই ছবিতে লীলার ভূমিকায় অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়। কিন্তু কে এই লীলা? সত্যজিৎ রায়ের 'অপরাজিত' ও 'অপুর সংসার'-এ উল্লেখ ছিল না এই চরিত্রের। আর হয়তো তাই, বাঙালি এতদিন তেমন অবগতই ছিলেন না চরিত্রটা নিয়ে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখায় এই চরিত্রের উল্লেখ রয়েছে। লীলার চরিত্রে অভিনয় করছেন অর্পিতা চট্টোপাধ্যায়।
লীলার ভূমিকায় অভিনয় করে খুশি অর্পিতা। অভিনেত্রী বলছেন, 'লীলার চরিত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখায় রয়েছে। লীলা অপুর জীবনের প্রথম প্রেম। কিন্তু এই চিত্রনাট্য হাতে পাওয়ার আগে এই চরিত্রটা সম্পর্কে আমি অবগতই ছিলাম না। আমার মনে হয় আমার মত অনেক বাঙালিই লীলার চরিত্রটা জানে না। সত্যজিৎ রায়ের ছবি দেখে অপুর জীবনের অন্যান্য চরিত্রকে নিয়ে আমরা জানতে পারলেও লীলাকে নিয়ে আমরা জানতে পারি না। বাঙালি হিসেবে আমাদের উচিত বাংলা ছবির পাশে থাকা। এই ছবিটা একটা ফিচার ফিল্ম নয়, এটা এপিক।'
ছবিতে রানুদির চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র। প্রিমিয়ারে এসে অভিনেত্রী বললেন, 'দুবছর পর অভিযাত্রিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ভাগ্যিস এটা ওটিটিতে মুক্তি পাচ্ছে না। কিছু ছবি বড়পর্দায় দেখাটাই উচিত। অভিযাত্রীক তাদের মধ্যে একটা। ২ বছর বাক্সবন্দি থাকার পর অভিযাত্রিক আমাদের সবাইকে নিয়ে নিঃশ্বাস নিচ্ছে। সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালি' বা 'অপুর সংসার'-এর সঙ্গে তুলনা করবেন না। এটাকে একটা আলাদা কাজ হিসেবে দেখুন।'
অনুষ্ঠানে হাজির ছিলেন ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্রও। বলছেন, 'সবাই অভিযাত্রিকে আশীর্বাদ করবেন। টিকিট কেটে হলে গিয়ে বাংলা ছবি দেখার অভ্যাস ফিরিয়ে আনুন।'