কলকাতা: অপেক্ষার অবসান। অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অপুর গল্প। আগামী ২৬ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে শুভ্রজিৎ মিত্র পরিচালিত ছবি 'অভিযাত্রিক'। ৬০ বছর পর অপুর নস্ট্যালজিয়াকে নিয়ে পর্দায় ফিরছে অপুর গল্প।


করোনা পরিস্থিতিতে এতদিন বন্ধ সিনেমাহল। বন্ধ রয়েছে ছবির মুক্তিও। কিন্তু 'অভিযাত্রিক' এর 'অভিযান' যাতে না থামে সেই কাজেই এতদিন ব্রতী পরিচালক শুভ্রজিৎ মিত্র। ইতিমধ্যেই ৫টি মহাদেশের ১৮ টা শহরের ১৯টি ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে এই ছবিটি। অভিযাত্রিক-এর মুকুটে যুক্ত হয়েছে ২৩টা লরেন্সের পালকও।


'অভিযাত্রিক' নিয়ে এবিপি লাইভকে শুভ্রজিৎ বলেছিলেন, 'এই ছবিতে বাঙালির শিকড়ের গল্প রয়েছে। একটা বাংলা ছবি বিভিন্ন জায়গায় পুরষ্কৃত হলে সেই গর্ব সমস্ত বাঙালিরই'। ছবিটির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী। অপুর জীবনের গল্প নিয়েই তৈরি হয়েছে 'অভিযাত্রিক'।


ছবিটির বিশেষত্ব বলতে, গোটা ছবিতেই রয়েছে কেবল সাদা ও কালো রঙ। অর্থাৎ রঙিন ছবির জগতে একটা সাদাকালো ছবির মুক্তি যতটা নস্ট্যালজিয়ার ঠিক ততটাই অন্যান্য ছবির থেকে আলাদা করবে 'অভিযাত্রিক'-কে। ছবিতে অপর্ণার ভূমিকায় অভিনয় করছেন দিতিপ্রিয়া রায়। মুখ্য ভূমিকায় অভিনয় করা এটাই প্রথম বাংলা ছবি তাঁর।


করোনা পরিস্থিতিতে আটকে পড়ে রয়েছে পরিচালক শুভ্রজিতের একাধিক নতুন ছবির কাজও। এখনও শুরু হয়নি নতুন ছবি 'মায়ামৃগ'-র শ্যুটিং। এই ছবিতে অভিনয় করছেন অর্পিতা চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী ও দিতিপ্রিয়া রায়।


বড়পর্দায় 'অপু'-র চরিত্রে নিজেকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অর্জুনও। এবিপি লাইভকে এর আগেই তিনি বলেছিলেন, 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে খুব ভালো প্রতিক্রিয়া পেয়েছে অভিযাত্রিক। তারপর গোয়াতেও ছবিটি দেখানো হয়েছে। কিন্তু কলকাতায়, নিজের শহরে সাধারণ মানুষদের যতক্ষণ না ছবিটা দেখাতে পারছি, তৃপ্তি পাব না। অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায়ও নেই।'


পরিচালক জানিয়েছিলেন, আরও বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে পাঠানো হবে ছবিটি। তবে অবশ্যই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করছিল টিম 'অভিযাত্রিক'। সাধারণ দর্শকদের প্রতিক্রিয়ার পাওয়া যাবে তবেই। আজ সোশ্যাল মিডিয়ায় ছবি মুক্তির খবর ভাগ করে নিয়েছেন সমস্ত কলাকুশলীরা।


এই ছবিকে বড়পর্দার কথা মাথায় রেখেই বানিয়েছিলেন পরিচালক। আর তাই এই দীর্ঘ অপেক্ষা। অবশেষে ছবি মুক্তির সিদ্ধান্তে আসতে পেরে খুশি শুভজিৎ। এখন অপেক্ষা কেবল ২৬ নভেম্বরের।


https://www.facebook.com/subhrajit.mitra.18/videos/1098060077668585