কলকাতা: তাঁর পরিচালিত একের পর এক সিনেমা বক্সঅফিসে সাফল্যের মুখ দেখছে না। সেই কারণেই, নতুন সিনেমা থেকে সরে এলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji)। কয়েক মাস আগেই মুক্তি পেয়েছে, অয়ন মুখোপাধ্যায়ের পরিচালিত সিনেমা 'ওয়ার ২' (War 2)। এই সিনেমার টিজার, ট্রেলার উত্তেজনার পারদ চড়ালেও, বক্সঅফিসে মোটেই ছাপ ফেলতে পারেনি এই সিনেমা। আর সেই কারণেই আর নতুন করে 'ধুম ৪' (Dhoom 4) পরিচালনা করতে চান না অয়ন মুখোপাধ্যায়। শোনা যাচ্ছে, এই সিনেমাটি পরিচালনা করার কথা ছিল তাঁর। তবে তিনি সেই সিদ্ধান্ত বদল করে ফেলেছেন। তিনি এখন মন দিতে চান অন্য সিনেমায়।
সূত্র বলছে, অয়ন মুখোপাধ্যায় নাকি জানিয়েছেন, 'ওয়ার ২' এবং 'ধুম ৪'-এর মতো ছবি তাঁর জন্য কখনোই তৈরি হয়নি। তিনি রোমান্স, ড্রামা, কমেডি এবং গল্প বলার সুযোগের সঙ্গে আরও বড় কিছু করতে চান। পাশাপাশি আরও জানানো হয়েছে, 'অয়ন কেবল শ্রীধর রাঘবনের লেখা বিষয়গুলির উপর কাজ করছিলেন এবং চিত্রনাট্য ও স্ক্রিন প্লে তে তাঁর খুব বেশি হস্তক্ষেপ করার মতো কিছু ছিল না। তিনি এইভাবে এই সিনেমার অংশ হতে চাননি, কারণ তিনি একজন সংবেদনশীল পরিচালক হিসেবে অয়ন চেয়েছিলেন, শুধুমাত্র আগে থেকে লিখে রাখা চিত্রনাট্য অনুযায়ী কাজ করা নয়, তিনি করতে চান আরও বেশি কিছু। ছবির মধ্যে তাঁর নিজস্বতা আনতে চান, কাজ করার স্বাধীনতা চান। আদিত্য চোপড়া এবং রণবীর কাপুর, দুজনের সঙ্গেই অয়ন এই বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা করেছিলেন আর তারপরে সম্মিলিতভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রশ্ন হল, তাহলে অয়ন আপাতত কোন সিনেমা নিয়ে ব্যস্ত? জানা যাচ্ছে, বক্স অফিসে সাফল্য পেয়েছিল ব্রহ্মাস্ত্র (Brahmastra)। আর এবার, এই সিনেমার দ্বিতীয় ভাগ নিয়েই কাজ করতে লেগে পড়েছেন অয়ন। প্রথম ভাগটি তৈরি করতে তাঁর সময় লেগেছিল ৪ বছর। মুখ্যভূমিকায় ছিলেন রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt)। এই সিনেমার কাজ করতে গিয়েই প্রেম শুরু হয় রণবীর আর আলিয়ার মধ্যে। তারপরে তাঁদের বিয়ে। অবশেষে এই সিনেমা যখন মুক্তি পাচ্ছে, তখন মা হতে চলেছেন আলিয়া। অন্তঃসত্ত্বা অবস্থাতেই আলিয়া ছবির প্রচার সারেন। অবশেষে, সেই সিনেমারই দ্বিতীয় ভাগ, ব্রহ্মাস্ত্র ২ (Brahmastra 2)- এর কাজে হাত দিচ্ছেন অয়ন।