কলকাতা: দোলযাত্রার দিনেই দুঃসংবাদ রানি মুখোপাধ্যায়, কাজলদের পরিবারে। প্রয়াত পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্য়ায়। গত বছর দুর্গাপুজোতেও রানি মুখোপাধ্যায় ও কাজলের সঙ্গে সর্বক্ষণ ছায়াসঙ্গী হয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু ১৪ মার্চ সকাল সাড়ে সাতটা নাগাদ ঘুমের মধ্যেই প্রয়াত হলেন কাজল ও রানি মুখোপাধ্যায়ের কাকা। বেশ কিছুদিন ধরেই নাকি অসুস্থ ছিলেন তিনি। হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল তাঁকে। তবে মৃত্যুকালে বাড়িতেই ছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। শুক্রবার বিকেল ৪টে নাগাদ মুম্বইয়ের ভিলে পার্লেতে পবন হংস শ্মশানে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
১৯৪১ সালের ২২ নভেম্বর উত্তরপ্রদেশের কানপুরে জন্ম হয় দেব মুখোপাধ্যায়ের। বাবা শশধর মুখোপাধ্যায় ছিলেন ফিল্মালয় স্টুডিয়োর মালিক এবং ‘লভ ইন সিমলা’-এর মতো উল্লেখযোগ্য ছবি প্রযোজনা করেছিলেন। দেবের মা সতীদেবী মুখোপাধ্যায় ছিলেন কিংবদন্তী অভিনেতা অশোক কুমার, অনুপ কুমার এবং কিশোর কুমারের বোন। দেবের দাদা ছিলেন কাজলের বাবা শোমু মুখোপাধ্যায়। পরিবারের রুপোলি পর্দার সঙ্গে যোগ মাথায় রেখেই নিজেই অভিনয় দুনিয়াতেই পা রেখেছিলেন দেব। তবে এই কেরিয়ারে তিনি বিশেষ সাফল্য পাননি। ‘আঁসু বান গে ফুল’, ‘কিং আঙ্কেল’, ‘কামিনে’ এবং ‘ম্যায় তুলসী তেরে অঙ্গন কি’-এর মতো ছবিতে অভিনয় করা সত্ত্বেও তাঁকে সেভাবে কেউ চিনতেন না। দেবের পরিচিতি ছিল তাঁর পরিবারের সূত্র ধরেই।
তবে ছেলে অয়ন নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত করেছেন। তবে অভিনেতা হিসেবে নন, পরিচালক হিসেবে। কাজল ও রানি মুখোপাধ্যায়ের পুজোয় সক্রিয়ভাবে অংশ নিতেন দেব। হামেশাই কাজল ও রানির পাশে তাঁর ছবি ধরা পড়ত। তাঁদের দুজনের সঙ্গেই দেবের খুব ভাল সম্পর্ক। ইতিমধ্যেই দেবের বাড়িতে এসেছেন অনেকেই। রণবীর কপূর ও আলিয়া ভট্ট ও এসে পৌঁছেছেন। তাঁরাই সামলাচ্ছেন অয়নকে। আজ হোলি। মায়ানগরীতে আজ রঙের উৎসব। কিন্তু তারমধ্যেই দুঃসংবাদ এল পরিবারে। এখন সবাই গিয়েছেন দেবের বাড়িতে।
ব্যক্তিগত জীবনে দুটো বিবাহ করেছিলেন দেব। তাঁর প্রথম পক্ষের মেয়ের নাম সুনীতা। পরিচালক আশুতোষ গোয়ারেকরকে বিবাহ করেছেন তিনি। তাঁর দ্বিতীয় বিয়ের পরে সন্তান অয়নের জন্ম। ওয়ের আপ সিড, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, ব্রহ্মাস্ত্র-এর মতো ছবি পরিচালনা করেছেন তিনি।