কলকাতা: তাঁদের দুজনের প্রোফাইল খুললেই কেবল এখন একে অপরের সঙ্গে ছবি। আর দোলের দিন তাঁদের একসঙ্গে ছবি থাকবে না তাও কি হয়? অনুরাগীরাও কিন্তু ইতিমধ্যেই একসঙ্গে দেখতে বেশ পছন্দ করেন পর্দার কথা আর AV-কে। অর্থাৎ অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey) ও অভিনেতা সাহেব ভট্টাচার্য্য (Saheb Bhattacharjee)। দোলের দিন, লাল আবিরে মাখামাখি হয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি শেয়ার করে নিলেন সুস্মিতা ও সাহেব।
তাঁদের প্রেম নিয়ে, সম্পর্ক নিয়ে গুঞ্জন তো কিছু কম নেই! ছোটপর্দার এই নায়ক নায়িকাকে মানুষ যে বাস্তবেও একসঙ্গে দেখতে চান, তা আর আলাদা করে বলে দিতে হয় না। তবে টলিউডের কানাঘুষো বলে.. জল্পনা সত্যি! প্রেমই করছেন ধারাবাহিকের এই দুই চরিত্র। তাঁদের সেই পর্দার প্রেম নাকি গড়িয়েছে বাস্তবেও। সাহেবের সঙ্গেই প্রেম করছেন সুস্মিতা। দোলের দিনেও, ভালবাসার লাল আবিরে মাখামাখি হয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিলেন সাহেব ও সুস্মিতা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে সাহেব লিখেছেন, 'রঙের উৎসব, খুশির উৎসব।' এই পোস্টে অভিনেতা অভিনেত্রীকে ভালবাসা ও জানিয়েছেন অনুরাগীরা। অনেকে আবার লিখেছেন, 'তোমাদের ছাড়া হোলি অসম্পূর্ণ'। তবে ব্যক্তিগত জীবনের নয়, পর্দার ছবিই শেয়ার করে নিয়েছেন তাঁরা।
এর আগে, সোশ্যাল মিডিয়ায় সাহেবের জন্মদিনে সুস্মিতা লিখেছিলেন, 'আরও একটা বছর কাটুক হাসি-খুশি আর আনন্দেতে। আশা করি তোমার জীবনের আগামী বছরগুলো আরও সফলতা, আরও আনন্দ নিয়ে আসবে তোমার জন্য়। আগামী বছরগুলো যেন তোমার কাছে হয়ে ওঠে আরও বিশেষ। আর এই সমস্ত বাহ্যিক কথাবার্তার ফাঁকে.. তোমায় মন থেকে একটা কথাই বলতে চাই। শুভ জন্মদিন সাহেব ভট্টাচার্য্য। আমার ডোরেমন আর সুপারম্যান। গোটা পৃথিবী তোমার জীবনটা আনন্দে আর খুশিতে পরিপূর্ণ করে তুলুক। তুমি মানুষের জীবন রঙিন করে তোলো। তুমি যেমন আছো, ঠিক তেমনটাই থাকো। আমায় সহ্য করার জন্য আর আমায় এতদিন ধরে যা যা শিখিয়েছো তার জন্য় তোমায় অনেক ধন্যবাদ।'