কলকাতা: রবিবারই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। কিন্তু তারপরে ছুটির দিনের রাতেই যে 'আয় খুকু আয়' এর গোটা টিমের জন্য এই চমক অপেক্ষা করছিল, তা বোধহয় ভাবতে পারেনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) থেকে শুরু করে গোটা টিমই। রবিবার রাতে 'আয় খুকু আয়'-এর ট্রেলার ট্যুইটারে শেয়ার করেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। ক্যাপশানে বলিউডের শাহেনশাহ লেখেন, 'অল দ্য় বেস্ট বুম্বা'
এই পোস্ট শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় দিতিপ্রিয়া লিখেছেন, 'আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। মিস্টার বচ্চন নিজে এই ট্রেলার শেয়ার করেছেন। আমি উড়ছি।'
পর্দায় বাবা-মেয়ে হয়েই আগামী ১৭ জুন হাজির হচ্ছেন প্রসেনজিৎ এবং দিতিপ্রিয়া। ছবির নাম ‘আয় খুকু আয়’। ছবির প্রচারেই রবিবার সকাল সকাল বেরিয়ে পড়েছিলেন দু’জনে। তারই সাক্ষী রইল রবিবার সকালের উত্তর কলকাতা। প্রসেনজিৎ ও দিতিপ্রিয়ার সোশ্যাল মিডিয়া পেজ থেকে তার লাইভ সম্প্রচারের সৌজন্যে দু’জনের এমন কাণ্ডকারখানা দেখতে পেলেন অসংখ্য অনুরাগীও।
কলকাতার রাস্তায় রবিবার সকালে হেঁটে যাচ্ছেন বাবা আর মেয়ে। নিছক সাদামাটা পোশাক। বাবার মাথায় টুপি আর কাঁধে ব্যাগ। পাশে ছাপা সালোয়ার কামিজে মেয়ে, হাতে কয়েকটা প্লাস্টিকের প্যাকেট। বাবার কাছে অনর্গল আবদার চলছে মেয়ের, সিনেমা দেখা, কেনাকাটি করার আবদার। কিন্তু এই বাবা আর মেয়েকে চেনা চেনা লাগছে কেন?
আশেপাশে ভীড় জমেছে ততক্ষণে। কারণ এই বাবা-মেয়ে সাধারণ পথচলতি মানুষ নন, রীতিমতো প্রথম শ্রেণীর তারকা! প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) আর দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। আজ মুক্তি পেল নতুন ছবি 'আয় খুকু আয়' -এর ট্রেলার। আসলে প্রসেনজিৎ আর দিতিপ্রিয়া নন, আজ উত্তর কলকাতার পথে হাঁটছিলেন নির্মল মণ্ডল আর তার কিশোরী মেয়ে বুড়ি। ছুটন্ত গাড়ি থেকে বাঁচাতে ‘মেয়ে’র হাত ধরে টেনে আনছেন রাস্তার ভিতর দিকে। ঠিক যেমনটা বাবা-রা করে! আর মেয়ে দিতিপ্রিয়াও নিচু গলায় আবদার করে চলেছেন 'বাবা'-র কাছে। সানগ্লাসের দোকানে গিয়ে কেনাটাকাও করা হল।