কলকাতা: একের পর এক বাংলা ছবির মুক্তির খবরের মধ্যেই ছবি পিছনোর ঘোষণা। পিছিয়ে যাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর দিতিপ্রিয়া রায়ের নতুন ছবি 'আয় খুকু আয়' (Aye Khuku Aye)। সৌভিক কুন্ডু (Sauvik Kundu) পরিচালিত 'আয় খুকু আয়' ছবির মুখ্যভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ছবির পরিচালক সৌভিক কুণ্ডু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, ২৭ মে-র বদলে ১৭ জুন এই ছবি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। 


তবে এই প্রথম নয়, এর আগে নিজের নতুন ছবি ‘এক্স ইক্যুয়াল্টু প্রেম’ মুক্তির দিন পিছিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়ও (Srijit Mukherjee)। একঝাঁক নতুন মুখেদের নিয়ে করা এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল মে মাসে। কিন্তু এখন এই ছবি মুক্তি পাচ্ছে জুন মাসে। ২৭ মে আরও তিনটি ছবি ‘ তীরন্দাজ শবর’, ‘চিনেবাদাম’, ‘ভয় পেও না’-রও মুক্তি পাওয়ার কথা। সম্ভবত সেই কারণেই পিছিয়ে যাচ্ছে প্রসেনজিৎ-দিতিপ্রিয়া-মিথিলার ছবি 'আয় খুকু আয়'। 


আরও পড়ুন: Jayeshbhai Jordaar: দুর্বল শুরু, প্রথমদিন কত টাকার ব্যবসা করল 'জোয়েসভাই জোরদার'?


ইতিমধ্যেই মুক্তি পেয়েছে আয় খুকু আয়' (Aye Khuku Aye) -এর প্রথম টাইটেল ট্র্যাক। শুধু কী তাই? সেখানেই এই প্রথম দর্শক দেখেছিল নতুন ছবিতে রাফিয়াথ রশিদ মিথিলার লুক। ডুরে শাড়ি, হাতখোঁপা আর লাল টিপে মিথিলা যেন 'মায়ের মতো ভাল'। গানের সুরেও যেমন মাদকতা রয়েছে, তেমনই জড়িয়ে রয়েছে মায়া, ভালোবাসা আর এক বাবা মেয়ের সম্পর্কের গল্প।


নববর্ষের দিন মুক্তি পেয়েছিল ছবির টিজার। শুরুতেই এক শিশুকণ্ঠ শোনা যাচ্ছে। 'বুম্বা আঙ্কল'-এর ছবির তালিকা জিজ্ঞেস করায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গলায় সলজ্জ উত্তর, 'সে কি আর গুনে রেখেছি রে? মনেও থাকে না সব।' এরপরই উঠে আসে এক বাবার গল্প। তাঁর সঙ্গে একমাত্র মেয়ের সম্পর্কের গল্প। কারণ তাঁর মতে সব চরিত্র 'ভোলা যায় না'। বুম্বাদাকে বলে যেতে শোনা যায়, 'কিছু চরিত্র থাকে যারা ছেড়ে যেতে চায় না, আমাকে, সারা জীবন।'