নয়াদিল্লি: সিনেদুনিয়া থেকে তিনি বহুদিনই বেপাত্তা। কিন্তু বলিউডে অনুপস্থিতি আয়েশা টাকিয়াকে (Ayesha Takia) অনুরাগীদের নজর থেকে সরায়নি। তাঁর শেষ সোশ্যাল মিডিয়া পোস্ট ফের নজর কেড়েছে নেটিজেনদের। যেখানে তাঁকে 'চেনাই যাচ্ছে না' বলে দাবি নেটিজেনদের। (Bollywood Update)


'চেনা যাচ্ছে না' আয়েশা টাকিয়াকে, তাঁর শেষ পোস্টে 'হতভম্ব' অনুরাগীরা


সলমন খানের বিপরীতে আয়েশা টাকিয়াকে দেখা গিয়েছিল 'ওয়ান্টেড' ছবিতে। এখন বিশেষ অভিনয়ে না থাকলেও আয়েশাকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলা চলে। সোশ্যাল মিডিয়ায় ভালই সক্রিয় তিনি। তবে সম্প্রতি নিজের যে ছবি তিনি পোস্ট করেছেন তা দেখে হতভম্ব তাঁর নিজের অনুরাগীরাই। 


সম্প্রতি দুটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে তাঁকে দেখা যাচ্ছে নীল ও সোনালী রঙের সাবেকি পোশাক শাড়ি পরে। সেই সঙ্গে ভারী সোনার নেকলেস। এছাড়া চুলের নতুন কায়দাও নজরে পড়ে। 'bangs' হেয়ারস্টাইল তাঁর মুখের আকারে বদল এনেছে খানিক। তাঁর লুকের বদল সঙ্গে সঙ্গে নজরে পড়েছে অনুরাগীদের। 


আয়েশার নতুন এই পোস্টের কমেন্টে স্পষ্ট অনুরাগীরা একপ্রকার অভিনেত্রীকে চেনা যাচ্ছে না বলেই দাবি করছেন। অনেকেই কটাক্ষও ছুড়ে দিয়েছেন। একজন লেখেন, 'একটি সুন্দর মুখ প্লাস্টিক দিয়ে ধ্বংস করার পর'। অপর একজন লেখেন, 'আমি জানতাম যে উনি (আয়েশা টাকিয়া) প্লাস্টিক সার্জারি করিয়েছেন এবং সার্জারির পরও ওঁকে দেখেছি। কিন্তু এই পোস্টটা হঠাৎ করেই আমার ইনস্টাগ্রাম ডিসকভারে উঠে এল এবং আমি ওঁকে প্রথমে চিনতেই পারিনি।' কেউ কেউ আবার তাঁকে 'নিজের প্রাকৃতিক সৌন্দর্য' নষ্ট করার জন্য দোষারোপও করেন। আবার একজন কটাক্ষ করে বলেন, 'উনি নিজেকে কাইলি জেনার মনে করছেন'। আবার একজন হতাশা প্রকাশ করে লেখেন, 'সেই মিষ্টি মেয়েটিকে আর খুঁজে পাই না... যাই হোক... ঈশ্বর মঙ্গল করুন এবং হাসতে থেকো।'


 






আরও পড়ুন: Rani Mukherji: ১০ বছর পূর্তিতে ফের একবার পর্দায় 'মর্দানি' রানি মুখোপাধ্যায়ের, কবে আসছে সিক্যুয়াল?


২০০৪ সালে আয়েশা টাকিয়া পা রাখেন বলিউডে 'টারজান: দ্য ওয়ান্ডার কার' ছবির হাত ধরে। এরপরে তাঁর সফল অভিনয় কেরিয়ারে কাজ করেছেন একাধিক ছবিতে, যদিও অবশেষে ছেড়ে দেন এই পেশা। তাঁকে শেষ দেখা গিয়েছিল প্রেমের ছবি 'মড'-এ। নাগেশ কুকুনুর পরিচালিত এই ছবিতে অভিনয় করেছিলেন রণবিজয় সিংহ, রঘুবীর যাদব, তনভি আজমি, অনন্ত মহাদেবন যা মুক্তি পায় ২০১১ সালের ১৪ অক্টোবর। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।