কলকাতা: ফের পর্দায় 'মর্দানি' (Mardaani)। আজ এই ছবির ১০ বছর পূর্ণ হল। আর এই ছবির ১০ বছর পূর্তিতে যশরাজ ফিল্মসের (Yash Raj Films)-এর তরফ থেকে ঘোষণা করা হল মর্দানি (Mardaani)-র সিক্যুয়েলের। 'মর্দানি' ও 'মর্দানি ২'-এর পরে, আগামী বছর, অর্থাৎ ২০২৫ সালে পর্দায় আসবে 'মর্দানি ৩'। অভিনেত্রী রানি মুখোপাধ্যায়কেই দেখা যাবে দোর্দণ্ডপ্রতাপ শিবানী শিবাজী রায় (Shivani Shivaji Roy)-র ভূমিকায়। এর আগের জুটি সিক্যুয়ালেও রানিকে দেখা গিয়েছিল এই চরিত্রেই। ন্যায়পরায়ণ, সাহসী একজন পুলিশ অফিসারের চরিত্রে ফের একবার বাজিমাৎ করবেন রানি, এমনটাই আশা নির্মাতাদের। 


এখনও শুরু হয়নি ছবির কাজ। গত দুটি ছবিই বক্স অফিসে ভাল ব্যবসা করেছিল। এই ছবি কেবলমাত্র বিনোদন নয়, এক নারীশক্তির গল্পও বলে। যে শিবানী শিবাজী রায়ের নিজস্ব জীবন রয়েছে, পাশাপাশি রয়েছে তাঁর কর্মজীবনও। সেখানে এক্কেবারে নির্ভীক এই চরিত্র। কোনও বাধাই যেন তার কাছে বাধা নয়। তিনি যে কোনও প্রতিকূল পরিস্থিতিকে ডিঙিয়ে যেতে পারেন অনায়াসেই।  এর আগে, প্রথম ২০১৪ সালে মুক্তি পেয়েছিল মর্দানি। এরপরে, ২০১৯ সালে মুক্তি পায় মর্দানি ২। এরপরে ২০২৫ সালে আসতে চলেছে মর্দানি ৩। এবারেই রানি মুখোপাধ্যায়কে দেখা যাবে একজন দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে।


তাঁর কাজের পরিধি মূলত বলিউডে বিস্তার হলেও, অনেকেই জানেন না রানি মুখোপাধ্যায়ের কেরিয়ারের শুরু হয়েছিল এই বাংলা থেকেই। রানির বাবা ছিলেন রুপোলি পর্দার সঙ্গে যুক্ত। কাজল ছিলেন রানির দিদি। অয়ন মুখোপাধ্যায় রানির ভাই। রানি বেড়ে উঠেছেন কলকাতাতেই। ফলে বাংলার সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে চিরকালেরই। রানি যথেষ্ট স্বচ্ছন্দে বাংলা বলতেও পারেন। তাঁর প্রথম ছবি ছিল 'বিয়ের ফুল'। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)-র নায়িকা হয়ে কেরিয়ার শুরু করেছিলেন রানি। তবে এরপরে আর রানিকে ফিরে তাকাতে হয়নি। বলিউডে পা রেখে নিজের কেরিয়ারকে আরও পাকা করেছিলেন রানি। 


 


 






আরও পড়ুন: Deepika Padukone: দীপিকার মতো ঘর গোছাতে ভালবাসেন আপনিও? রইল চটজলদি ঘর গোছানোর কিছু সহজ টিপস


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।