মুম্বই: দুদিন আগে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছিলেন অনলাইন ট্রোলিংয়ের প্রতিবাদে। কিন্তু এবার আগের অবস্থান থেকে সম্পূর্ণ ঘুরে গিয়ে আয়েষা টাকিয়া দাবি করলেন, যে ছবি নিয়ে এত বিতর্ক তা তাঁর নয়, তা বিকৃত করা হয়েছে।
এক সংবাদপত্রে আয়েষা অভিযোগ করেছেন, কিছু খারাপ লোক ও গসিপ ম্যাগাজিন তাঁর ছবি ‘বিকৃত’ করে পোস্ট করেছে আর তা নিয়েই যাবতীয় জল্পনা।
এসপি নেতা আবু আজমির পুত্রবধূ ২দিন আগেও দাবি করেন, নিজের চেহারা নিয়ে তিনি লজ্জিত নন। আপনি যতই ভাল হোন, এমন কিছু লোক থাকবেই, যারা আপনাকে পছন্দ করবে না। তখন একবারও তিনি বলেননি ছবি বিকৃত হওয়ার কথা।
কিন্তু এবার আয়েষার দাবি, কয়েকজন মতলব করে তাঁর বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন, আর তা নিয়ে চলছে এত হইচই। কিন্তু ইনস্টাগ্রামে যাঁরা তাঁকে ফলো করেন, তাঁরা প্রকৃত সত্য জানেন বলে তাঁর দাবি।
অথচ আয়েষার ছবি ও ভিডিওতে স্পষ্ট,ঠোঁটে প্লাস্টিক সার্জারি আশানুরূপ হয়নি তাঁর। এ নিয়ে টুইটারে কম বিদ্রূপেরও শিকার হতে হয়নি তাঁকে। লোকে বলেছে, শ্বশুরের পয়সা আছে বলে ইচ্ছেমত খরচ করতে গিয়ে না বুঝে ভুলভাল ‘শপিং’ করেছেন আয়েষা। কিম কারদাশিয়াঁর মত চেহারা করতে গিয়ে নিজের সুন্দর মুখের বারোটা বাজিয়েছেন তিনি।
আয়েষাকে শেষ দেখা গিয়েছিল ২০১০-এ, শাহিদ কপূরের বিপরীতে ‘পাঠশালা’ ছবিতে। তারপর থেকে হাতে আর কাজ নেই তাঁর।
তাঁর ছবি ‘বিকৃত’ করা হয়েছে, লিপ সার্জারি নিয়ে ডিগবাজি আয়েষা টাকিয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Feb 2017 03:45 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -