একটা হার মানেই সিরিজ খোয়ানো নয়, বলছেন সচিন
Web Desk, ABP Ananda | 26 Feb 2017 01:31 PM (IST)
নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পরেও ভারতীয় দলের পাশেই দাঁড়ালেন সচিন তেন্ডুলকর। তিনি বলেছেন, একটা ম্যাচেই সিরিজ শেষ হয়নি। এখনও তিনটি ম্যাচ বাকি আছে। ভারতীয় নিঃসন্দেহে এই সিরিজে প্রত্যাবর্তন ঘটাবে। পুণে টেস্টে ৩৩৩ রানে হেরে গিয়েছে ভারতীয় দল। দু ইনিংসেই ব্যাটিং ব্যর্থতার ফলেই ১৯ ম্যাচ অপরাজিত থাকার পর হার মানতে হয়েছে বিরাট কোহলির দলকে। এ প্রসঙ্গে সচিন বলেছেন, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে আমরা ভাল খেলতে পারিনি। কিন্তু সেটা খেলার অঙ্গ। এই টেস্টে হার মানেই সিরিজে হার নয়। এখনও এই সিরিজে অনেক খেলা বাকি আছে। ভারতীয় দলের মনোভাব আমি জানি। দল অবশ্যই লড়াই করবে। অস্ট্রেলিয়া দলও এটা জানে। কারণ, আমরা যখন ওদের হারিয়েছি, তারপর আমরাও জানতাম ওরা লড়াইয়ে ফিরবে। আমার কোনও সন্দেহ নেই, ভারতীয় দল লড়াই করবে।’ আজ সকালে দিল্লি ম্যারাথনের উদ্বোধন করেন সচিন। সেখানে স্বভাবতই ক্রিকেট প্রসঙ্গ আসে। মাস্টার ব্লাস্টার বলেছেন, খেলায় ভাল সময়ের মতোই খারাপ সময়ও আসে। এই জন্যই খেলা এত আকর্ষণীয়।