কলকাতা: টিনসেল টাউনের অভিনেতা ছবির প্রচারে বাংলায়। বলিউডের কাছে অবশ্য এই ঘটনা নতুন কিছু নয়। একাধিক ছবির প্রচার করতে মুম্বই থেকে বাংলায় এসেছেন আলিয়া ভট্ট (Alia Bhatt), ভিকি কৌশল (Vicky Kaushal) সহ একাধিক অভিনেতা অভিনেত্রী। আর এবার বাংলায় নিজের ছবির প্রচারে পা রাখলেন আয়ুষ্মান খুরানা (Ayushman Khurana)।
আজ প্রিন্টেড শার্ট আর ডেনিমে কলকাতায় হাজির হয়েছিলেন আয়ুষ্মান। চলতি মাসের ২৭ তারিখ অনুভব সিংহের পরিচালনায় মুক্তি পাচ্ছে আয়ুষ্মান খুরানার নতুন ছবি ‘অনেক’ (Anek)। এই ছবিতে আয়ুষ্মানের বিপরীতে থাকছেন অ্যান্ড্রিয়া কেভিচুজা।
‘অনেক’-এ নিজের চরিত্র নিয়ে নিজেও উচ্ছ্বসিত আয়ুষ্মান। তাঁর কথায়, 'অভিনেতা হিসেবে আমার কাছে এ ছবিটা একেবারে অন্য রকম। এই প্রথম এক ছদ্মবেশী অফিসারের চরিত্রে থাকছি। যে ঝকঝকে, নিজের কাজে তুখোড়। আন্তর্জাতিক অভিনেতা-পরিচালক স্টেফান রিখটার এবং রিয়াজের কাছে বিশেষ প্রশিক্ষণ নিয়েছি। বন্দুক ধরা থেকে ভাবভঙ্গী— সবটাই শিখেছি, ঘষামাজা করেছি নিজেকে। যাতে চরিত্রটাকে একেবারে নিখুঁত করে ফোটাতে পারি।'
ছবি নিয়ে আয়ুষ্মান আরও বলেন, 'একজন ভারতীয় হওয়াকে উদযাপন করে এই ছবি। গোটা ছবির গল্পটাকে ভীষণ ভালোবাসার সঙ্গেই দর্শকদের সামনে তুলে ধরেছেন অনুভব স্যর। আমার চরিত্র যোশুয়ার মত অভিনয় আমি কখনও করিনি। শারীরিক ও মানসিকভাবে আমায় এই চরিত্রের জন্য প্রস্তুতি নিতে হয়েছে। কলকাতায় ভালোবাসায় ভরিয়ে দিল আয়ুষ্মানকে। উপহারে পেলেন হাতে আঁকা ছবি।
আজ কলকাতার মিরাজ সিনেমাহলে এসেছিলেন আয়ুষ্মান। মিরাজ-এর মার্কেটিং হেড পায়েল পুরোহিত বলছেন, 'আজ আয়ুষ্মান এখানে আসায় আমরা ভীষণ খুশি। উত্তর পূর্ব ভারতের একজন পুলিশ অফিসারের গল্প এটি।'
‘অনেক’-এ এই প্রথম ছদ্মবেশী গোয়েন্দা অফিসার আমন ওরফে যোশুয়ার ভূমিকায় আয়ুষ্মান। উত্তর পূর্ব ভারতে এই রাজনৈতিক অ্যাকশন থ্রিলার-ধর্মী ছবিতে তাঁর হাতেই দুষ্টের দমন শিষ্টের পালনের ভার। ছবি জুড়ে থাকবে দুরন্ত সব অ্যাকশন।