Infinix Note 12 Series:  ভারতে তাদের Infinix Note 12 সিরিজ লঞ্চ করল Infinix । এই সিরিজে 2টি স্মার্টফোন লঞ্চ করেছে কোম্পানি। নোট 12 ও নোট 12 টার্বো মডেল এনেছে ইনফিনিক্স। এই স্মার্টফোনটি 27 ও 28 মে থেকে Flipkart-এ বিক্রির জন্য পাওয়া যাবে।


Infinix Note 12: ফোনের স্পেকস ও ফিচার


এই ফোনে একটি 6.7-ইঞ্চি ডিসপ্লে দিয়েছে কোম্পানি। ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে পাবেন 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা । একই ডিভাইসে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে পাওয়ারের জন্য  MediaTek Helio G88 প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি Google-এর Android 11-এ কাজ করে। এটি একটি 4G স্মার্টফোন যা ডুয়াল ন্যানো সিম সাপোর্ট করে।কোম্পানি এই স্মার্টফোনের 2টি ভ্যারিন্ট লঞ্চ করেছে। এতে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল মেমরি রয়েছে। এছাড়াও 6GB RAM এর সঙ্গে 128GB ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে।


Infinix Note 12 Turbo:  কী রয়েছে এই ফোনে ?


এই ফোনেও পাবেন একটি 6.7-ইঞ্চি ডিসপ্লে। ফোনে পাবেন ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে পাওয়ার জন্য এতে MediaTek Helio G96 প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি Google-এর Android 11-এ কাজ করে। এটি একটি 4G স্মার্টফোন, যাতে ডুয়াল ন্যানো সিম ব্যবহার করতে পারবেন । কোম্পানি এই স্মার্টফোনের একটি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। এতে 8 GB RAM এর সাথে 128 GB ইন্টারনাল মেমরি রয়েছে।


Infinix Note 12 Series: দাম কত ফোনের ?
Infinix Note 12 TURBO এর দাম 14999 টাকা। Infinix Note 12-এর 4 GB RAM ভ্যারিয়েন্টের দাম 11,999 টাকা রাখা হয়েছে। পাশাপাশি এর 6 GB RAM ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 12,999 টাকা।


আরও পড়ুন : Google Banned Apps: নিষিদ্ধ করল গুগল, এই অ্যাপ ফোনে থাকলেই বিপদ !