মুম্বই: আয়ুষ্মান খুরানার বাবা বর্ষীয়ান জ্যোতিষী পি খুরানা শুক্রবার ১৯ মে প্রয়াত হয়েছেন। ওইদিনই তাঁর শেষকৃত্য সেরেছেন তাঁর দুই ছেলে। চণ্ডীগড়ের মঞ্জিমাজরা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে তাঁর। বাবাকে কাঁধে নিয়ে যান আয়ুষ্মান ও তাঁর ভাই।
জানা গিয়েছে, তিন বহু দিন ধরেই হৃদ রোগে ভুগছিলেন। দুইদিন আগেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি। তবে বাবার মৃত্যুতে স্বাভাবিকভাবেই খুব ভেঙে পড়েছেন অভিনেতা।আরও জানা গিয়েছে, জ্যোতিষে সিদ্ধহস্ত ছিলেন পি খুরানা। উত্তর ভারতে এই কারণে তাঁর যথেষ্ট খ্যাতি এবং পরিচিত ছিল। তিনি ছিলেন চণ্ডীগড় পাঞ্জাবের বাসিন্দা। তিনি যে কেবল জ্যোতিষবিদ্যা নিয়ে চর্চা করেছেন, তাই নয়, এই বিষয়ে একাধিক বইও লিখে গিয়েছেন তিনি। শুক্রবার সকালে ব্যক্তিগত জনসংযোগ আধিকারিক তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন।
যাকে দেখা যায় সবসময় সেলুলয়েডে, সম্প্রতি তাঁকে অন্য ভূমিকাও নিতে দেখা যায়। আজ্ঞে হ্যাঁ, রেডিও লাইফ থেকে ক্যারিয়ারের পাশাপাশি সিনে দুনিয়ায় লম্বা রানে ঝড় তুলেছেন আয়ুষ্মান। আর সেই আয়ুষ্মানের মুকুটে জুড়ে যায় নতুন পালক নতুন বছরে। এমনিতেই তিনি অন্য ধরনের চিত্রনাট্য বা অফবিট গল্পে অভিনয় করার জন্য খ্যাত ও প্রশংসিত। তারই সঙ্গে উপরি পাওনা, আয়ুষ্মান খুরানাকে ইউনিসেফ ইন্ডিয়ার (UNICEF India) শিশু অধিকারের ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয় ।UNICEF ইন্ডিয়ার নতুন ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয় অভিনেতা আয়ুষ্মান খুরানার নাম। দায়িত্ব হিসেবে আয়ুষ্মান ইউনিসেফের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন প্রতিটি শিশুর বেঁচে থাকার, উন্নতি লাভের, সুরক্ষিত হওয়ার পাশাপাশি যে সমস্ত সিদ্ধান্ত তাঁদের চিন্তায় ফেলে সেগুলির জন্য নিজেদের কণ্ঠ এবং এজেন্সিকে প্রচারের ক্ষেত্রে।
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ?
অপরদিকে, 'ড্রিম গার্ল ২' (Dream Girl 2) ছবির অপেক্ষায় যাঁরা বসেছিলেন তাঁদের আরও কিছুদিন সেই অপেক্ষা করতে হবে। প্রেক্ষাগৃহে ছবি মুক্তির তারিখ (release date changed) বদল ঘটেছে। পিছিয়ে গিয়েছে মুক্তির তারিখ। এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নির্মাতাদের তরফে নতুন মুক্তির তারিৎ ঘোষণা করা হয়। গত ১৩ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে 'ড্রিম গার্ল ২' মুক্তির তারিখ ঘোষণা করা হয়। তখন জানানো হয় আগামী ৭ জুলাই প্রেক্ষাগৃহে আসছেন পূজা। সঙ্গে ট্যাগলাইনও চালু করা হয়, '৭ কো সাথ মে'।