কলকাতা: 'চাচি ৪২০' ছবির কমল হাসান (Kamal Hassan)-কে মনে আছে? নিঁখুত অভিনয়, চালচলন থেকে শুরু করে কথা বলার ধরন... পর্দায় পুরুষ-নারীর পার্থক্য যে কার্যত মুছেই ফেলা যায়, তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। একজন জনপ্রিয় নায়ক যে মহিলা সাজায় তাঁর জনপ্রিয়তা কমার বদলে বেড়ে যেতে পারে, তা প্রমাণ করেছিলেন কমল হাসানই। এরপরে পর্দায় ছোট বা বড় সময়ের জন্য একাধিক জনপ্রিয় অভিনেতাকে দেখা গিয়েছে 'নায়িকা'-র বেশে। সেই তালিকায় এবার নতুন নাম সংযোজন হল আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana)।
সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'ড্রিম গার্ল ২' (Dream Girl 2)-এর ট্রেলার। আগেই এই ছবিতে আয়ুষ্মানের লুক প্রকাশ্যে এসেছিল, তবে ট্রেলারে তিনি যেন নতুন করে চমকে দিলেন দর্শকদের। লেহঙ্গা-চোলি থেকে শুরু করে সালোয়ার কামিজ... আয়ুষ্মানে মজবেন পুরুষ থেকে নারী সবাই। ট্রেলারে গল্পের কিছুটা আঁচ পাওয়া যায়। আয়ুষ্মানের প্রেমিকা অনন্যা। তাঁর বাবার শর্ত, বিয়ের জন্য বেশ কিছু অর্থ উপার্জন করতে হবে আয়ুষ্মানকে। নারীকন্ঠ নকল করে অনেক সময় অনেক মজা বা টুকটাক প্রয়োজন মিটিয়েছিলেন আয়ুষ্মান, তবে এবার তাঁকে অর্থ উপার্জনের ভূমিকায় হিসেবে বেছে নিতে হয় সেই নারীচরিত্রকেই। বিভিন্ন জায়গায় নারীর বেশে পারফর্ম করতে শুরু করেন আয়ুষ্মান। আর তারপরেই জড়িয়ে পড়েন এক 'প্রেমের সম্পর্কে!' এক অবসাদগ্রস্ত ছেলের ভাল লাগে আয়ুষ্মানকে। তার সঙ্গে বিয়ের সম্বন্ধ করা হয় আয়ুষ্মানের। টাকার জন্য সেই বিয়েতে রাজিও হয়ে যান আয়ুষ্মান। তারপর? কমেডি মোড়কের এই ছবিতে মিলবে সেই উত্তর।
আয়ুষ্মানের এই ছবির ট্রেলার দেখে উচ্ছ্বাস অনুরাগীদের। অনেকে যেমন লিখেছেন, 'আয়ুষ্মানের নারী-বেশ অনন্যা পাণ্ডের চেয়েও ভাল।' অনেকে আবার লিখেছেন, 'আয়ুষ্মান ভাল চিত্রনাট্য খুঁজছেন না, ভাল চিত্রনাট্যই আয়ুষ্মানকে খুঁজে নিচ্ছে।' অনেকেরই আগ্রহ রয়েছে এই ছবি নিয়ে।