কলকাতা: বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার কেরিয়ারগ্রাফ এখন ঊর্দ্ধমুখী। তাঁর একের পর এক ছবি ব্লকবাস্টার হিট। সম্প্রতি কাজ থেকে কদিনের বিরতি নিয়ে পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন অভিনেতা। কিন্তু সেখানেই ঘটল বিপত্তি। পায়ে মারাত্মক চোট পেলেন তাঁর ছেলে বিরাজবীর। আর এই কারণেই তড়িঘড়ি ছুটি বাতিল করে বাড়ি ফিরে আসতে হল অভিনেতাকে। যদিও এখন বিরাজবীরের অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে জানা যাচ্ছে।


উল্লেখ্য়, সম্প্রতি প্রয়াত হয়েছেন আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) ও অপারশক্তি খুরানার (Aparshakti Khurrana) বাবা। চলতি বছর ১৯ মে প্রয়াত হয়েছেন বর্ষীয়ান জ্যোতিষী পি খুরানা। ওইদিনই তাঁর শেষকৃত্য সেরেছেন তাঁর দুই ছেলে। চণ্ডীগড়ের মঞ্জিমাজরা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে তাঁর। বাবাকে কাঁধে নিয়ে যান আয়ুষ্মান ও তাঁর ভাই। সেই ছবি ভাইরাল হয়েছিল সোশ্য়াল মিডিয়ায়। 


আরও পড়ুন...


এই প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তৈরি হয়েছে ওষুধ! চলছে হিউম্যান ক্লিনিকাল ট্রায়াল


জ্যোতিষী পি খুরানার প্রয়াণ সম্পর্কে জানা গিয়েছিল, তিন বহু দিন ধরেই হৃদ রোগে ভুগছিলেন। মৃত্য়ুর দুইদিন আগেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। এক্ষেত্রে জানা গিয়েছিল, জ্যোতিষে সিদ্ধহস্ত ছিলেন পি খুরানা। উত্তর ভারতে এই কারণে তাঁর যথেষ্ট খ্যাতি এবং পরিচিত ছিল। তিনি ছিলেন চণ্ডীগড় পাঞ্জাবের বাসিন্দা। তিনি যে কেবল জ্যোতিষবিদ্যা নিয়ে চর্চা করেছেন, তাই নয়, এই বিষয়ে একাধিক বইও লিখে গিয়েছেন তিনি। 


অন্য়দিকে, কিছুদিন আগেই, UNICEF ইন্ডিয়ার নতুন ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয় অভিনেতা আয়ুষ্মান খুরানার নাম। দায়িত্ব হিসেবে আয়ুষ্মান ইউনিসেফের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন প্রতিটি শিশুর বেঁচে থাকার, উন্নতি লাভের, সুরক্ষিত হওয়ার পাশাপাশি যে সমস্ত সিদ্ধান্ত তাঁদের চিন্তায় ফেলে সেগুলির জন্য নিজেদের কণ্ঠ এবং এজেন্সিকে প্রচারের ক্ষেত্রে।


অপরদিকে,  'ড্রিম গার্ল ২' (Dream Girl 2) ছবির অপেক্ষায় যাঁরা বসেছিলেন তাঁদের আরও কিছুদিন সেই অপেক্ষা করতে হবে। প্রেক্ষাগৃহে ছবি মুক্তির তারিখ (release date changed) বদল ঘটেছে। পিছিয়ে গিয়েছে মুক্তির তারিখ। এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নির্মাতাদের তরফে নতুন মুক্তির তারিৎ ঘোষণা করা হয়। গত ১৩ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে 'ড্রিম গার্ল ২' মুক্তির তারিখ ঘোষণা করা হয়। তখন জানানো হয় আগামী ৭ জুলাই প্রেক্ষাগৃহে আসছেন পূজা। তবে শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে আগামী ২৫ আগস্ট মুক্তি পাবে এই ছবি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial