মুম্বই : জাতীয় দলের জার্সিতে সুযোগ পেয়েও একের পর এক ম্যাচে ব্যর্থ। কেরিয়ারের একেবারে শুরুর দিক। ইতিউতি প্রশ্ন উঠছে তাঁকে ঘিরে। মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) অবশ্য সেসবে মাথা ঘামাতে নারাজ। ৩০ লক্ষ টাকা কামানোর ভাবনা তখন তাঁর মাথায়। ওই টাকা কামিয়েই ফিরে যাবেন রাঁচিতে। ব্যস, এইটুকুই ছিল স্বপ্ন ! হ্যাঁ। মাহির প্রাক্তন সতীর্থ ওয়াসিম জাফর (Wasim Jaffer) ফাঁস করলেন অজানা এক গল্প। 


২০১১ সালে যার কবজির ভেলকিকে ভারত জিতেছে দ্বিতীয় ক্রিকেট বিশ্বকাপ। যাঁর ক্ষুরধার ও ঠান্ডা মাথার অধিনায়কত্বের চর্চা আজও সমান প্রাসঙ্গিক। ভারতীয় দলের (Indian Team) অন্যতম সেরা ফিনিশার হিসেবেও যাঁর নাম খোদাই হয়ে থাকবে ক্রিকেটের ইতিহাসে। সেই মহেন্দ্র সিং ধোনি শুক্রবার পা দিয়েছেন ৪২ বছরে। এই মুহূর্তে মাহির ব্যাঙ্ক ব্যালেন্স ঠিক কত ? সব হিসেব ভাল করে করতে হয়তো পেশাদার কোনও আর্থিক বিশেষজ্ঞের সাহায্য লাগতে পারে ধোনির। তবে কেরিয়ারের শুরু থেকেই তাঁর প্রত্যাশা ছিল অল্পই। স্পোর্টসকিডাকে দেওয়া এক সাক্ষাৎকারে যে গল্প শুনিয়েছেন জাফর।


ওয়াসিম জাফর বলেছেন, 'মনে আছে আমার স্ত্রীকে ধোনি বলেছিল, বৌদি ৩০ লক্ষ টাকা উপার্জন করতে হবে। ওটা করে নিতে পারলেই জানব শান্তিতে বাকি জীবনটা কাটিয়ে ফেলতে পারব।' ধোনি প্রসঙ্গে জাফর আরও জানিয়েছেন, 'বরাবরই ও (ধোনি) একটা কথাই বলেছি, যাই হয়ে যাক কখনও রাঁচি ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকব না।' ক্যাপ্টেন কুলের ক্রিকেটীয় মহীরূহের নিচে আসলে মহেন্দ্র সিংহ ধোনি মানুষ হিসেবে কতটা মাটির, সেটাই তাঁর কয়েকটা কথার কোলাজ তুলে ধরে বলতে চেয়েছেন। 


এখনও তাঁকে এক ঝলক দেখার জন্য বিশ্বের তামাম ক্রিকেটপ্রেমীরা হা পিত্যেশ করে বসে থাকেন। আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে এখনও খেলে চলেছেন এমএসডি। হলুদ জার্সিতে তিনি এবারের আইপিএলেও দলকে চ্যাম্পিয়ন করেছেন। বিশ্বক্রিকেটের একমাত্র অধিনায়ক, যাঁর দখলে আইসিসি পরিচালিত তিনটি সীমিত ওভারের টুর্নামেন্টেরই ট্রফি রয়েছে। ওয়ান ডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি। পাশাপাশি তাঁর নেতৃত্বে টেস্টে বিশ্বের এক নম্বর দল হয়েছিল ভারত। তবে এত খ্যাতি সত্ত্বেও ধোনি বরাবর নিজেকে আড়ালে রাখতেই পছন্দ করেন। 


আরও পড়ুন- ৪২ পূর্ণ করলেন ধোনি, জন্মদিনে কিংবদন্তির জীবনের 'আনটোল্ড স্টোরি'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial