মুম্বই: ২১ ফেব্রুয়ারি ২০২০ সালে মুক্তি পায় আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) অভিনীত 'শুভ মঙ্গল জেয়াদা সাবধান' (Shubh Mangal Zyada Saavdhan)। দুই বছর পূর্তিতে স্মরণ করলেন অভিনেতা। সঙ্গে পোস্ট করলেন মন ছোঁয়া একটি কবিতা। সমকামিতা বা একই লিঙ্গের প্রতি আকর্ষণ (same sex love or gender inclusivity), এই থিমেই তৈরি হয়েছিল ছবিটি। 


নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করে অভিনেতা এদিন লেখেন, 'আমি সবসময় নিজেকে একটা যান বা মাধ্যম হিসেবে গণ্য করেছি যে গল্প বলে যা হয়তো সমাজে ভাল কোনও পরিবর্তন আনতে পারবে। "শুভ মঙ্গল জেয়াদা সাবধান" ছবিটিতে সমকামিতা নিয়ে যে বার্তা দেওয়া হয়েছিল তা দর্শক এত ভালভাবে গ্রহণ করেছিলেন যা দেখে আমি আপ্লুত হয়ে পড়েছিলাম। যার ফলে ছবিটি অনন্য হয়েছে।'


এরপর তিনি আরও বলেন যে মূল ধারার ছবিতে লিঙ্গ বৈষম্য দূর করা কতটা প্রয়োজনীয়। তিনি লেখেন, 'ছবির দ্বিতীয় বর্ষপূর্তিতে আমি আরও একবার বলতে চাই যে এই ধরনের ছবির মূল উদ্দেশ্য যাতে ওই সম্প্রদায় প্রতিনিধিত্ব হয় মূল ধারার ছবিতে।'


 






অন্যদিকে তিনি রাজকুমার রাও ও ভূমি পেডনেকর অভিনীত 'বধাই দো' ছবিরও প্রশংসা করে লেখেন, 'আমার মনে হয় আমাদের মতো শহরবাসীর মধ্যে এই ব্যাপারে সতর্কতা তৈরি করেছে 'শুভ মঙ্গল জেয়াদা সাবধান', 'চণ্ডীগড় করে আশিকি' ও এখন 'বধাই দো'র মতো ছবি। আমি বিশ্বাস করি আমরা ঠিক পথে এগোচ্ছি।'


আরও পড়ুন: Priyanka-Nick Update: মা হওয়ার পর প্রথম ডেট নাইট, নিকের সঙ্গে রোম্যান্টিক ছবি প্রিয়ঙ্কার


হিতেশ কেওয়ালিয়া পরিচালিত ও ভূষণ কুমা প্রযোজিত এই ছবিটিতে আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিনয় করেছিলেন জিতেন্দ্র কুমার।