New Gen Toyota Innova: অনেক দিন ধরেই জল্পনা চলছিল, এবার প্রকাশ্যে এসে গেল গাড়ির গোপন ছবি। অটো সাইটগুলির খবর বলছে, নভেম্বরেই বিশ্ব বাজারে নতুন প্রজন্মের ফ্যামিলি কার ইনোভা নিয়ে আসছে টয়োটা (Toyota Innova New Gen)। 


Toyota Innova New Gen: প্রায় ২০ বছর ধরে আন্তর্জাতিক বাজারে MPV-র মার্কেট ধরে রেখেছে টয়োটা। ২০০৪ সালে প্রথম ইনোভা কার নিয়ে আসে জাপানিজ এই কোম্পানি। মূলত, সেই থেকে উচ্চ মধ্যবিত্তের ফ্যামিলি কারের তালিকায় স্থান পায় ইনোভা। পরবর্তীকালে বহুবার এর ফেসলিফ্ট এনেছে কোম্পানি। ২০২০ সালেই এসেছে ইনোভোর শার্প ডিজাইন। এবার এক ধাপ এগিয়ে নতুন প্রজন্মের ইনোভা আনতে চলেছে টয়োটা (Toyota Innova New Gen)।


2023 Toyota Innova New Gen
নতুন ইনোভোর বিষয়ে একটি নতুন স্পাই শট অনলাইনে শেয়ার করা হয়েছে। যা সম্ভবত নতুন জেনারেশন টয়োটা ইনোভা বলে মনে করছে কার ব্লগাররা। তবে এই স্পাই ফটোতে সম্পূর্ণ ঢাকা রয়েছে গাড়ি। যদিও ডিজাইন ল্যাঙ্গোয়েজ দেখে এটা যে টয়োটা ইনোভা তা আর বলার অপেক্ষা রাখে না। 


Toyota Innova New Gen: শোনা যাচ্ছে,  ইনোভায় এবার ডিজেল নাও দিতে পারে কোম্পানি। যা ক্রেতাদের কাছে একটা বড় ধাক্কা হতেই পারে। তবে সেই ক্ষেত্রে পেট্রলের সঙ্গে হাইব্রিড ইঞ্জিন দিতে পারে জাপানিজ কোম্পানি। যা জানতে বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে সবার।


2023 Toyota Innova New Gen: কী বদল থাকছে গাড়িতে ?
গাড়িতে প্রথম বড় চমক, এবার নতুন ইনোভায় ফ্রন্ট হুইল ড্রাইভ দিচ্ছে কোম্পানি।এটি টিএনজিএ প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হবে। বর্তমান ইনোভা ফরচুনারের মতো IMV প্ল্যাটফর্মে তৈরি করা হচ্ছে, তবে এটি পরিবর্তনও হতে পারে। লেআউটের পরিবর্তনের অর্থ আরও জায়গা হবে নতুন গাড়িতে। নতুন প্ল্যাটফর্মটি রাইডের মানের সাথে এর আরামও বাড়াবে। কেবিনেও দেখা যেতে পারে পিয়ানো ব্ল্যাক ফিনিস।