কলকাতা: তিনি বরাবরই নিজের ছন্দে জীবনকে দেখেন, বাঁচেন। বলিউডের অন্যান্য অভিনেতার থেকে আলাদা ভাবনা পোষণ করেন তিনি। ফের একবার যেন সেই ধারণারই প্রমাণ দিলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। চণ্ডীগড়ে রূপান্তরকামীদের একটি ফুড ট্রাকের উদ্বোধন হল তাঁর হাতেই। চণ্ডীগড়ের জ়িরাকপুর এলাকায় উদ্বোধন হয়েছে এই ফুড ট্রাকটির। আর সেখানেই পৌঁছে গিয়েছিলেন বলিউড অভিনেতা।
সদ্য উদ্বোধন হওয়া এই ফুড ট্রাকটির নাম দেওয়া হয়েছে 'স্বীকার'। আয়ুষ্মান এই উদ্যোগ নিয়ে বলছেন, 'বিশেষ একটি কারণে এই ফুড ট্রাকটি উদ্বোধন করা হয়। আমাদের সমাজের রুপান্তরকামী মানুষদের উৎসাহ দেবার জন্যই এটা একটা উদ্যোগ। তবে এটা ভীষণ ছোট একটা প্রয়াস। এই দেশে বসবসাকারী প্রত্যেকটা মানুষের সমানাধিকার রয়েছে। সমাজের একটি বড় অংশের মানুষদের রূপান্তরকামীদের নিয়ে ভাবতে হবে। তাঁদের দিকে সচেতনতার হাত বাড়িয়ে দিতে হবে। আমাদের দেশে রূপান্তরকামী মানুষদের নিয়ে অনেকেই তেমন সচেতন নন। একঘরে করে রাখা হয় তাঁদের। সমাজের অন্যান্য মানুষের ব্যবহারের জন্যই, অধিকার থাকলেও অনেক সময়ে তার সদব্যবহার করতে পারেন না এই রূপান্তরকামী মানুষেরা। এই উদ্যোগ রূপান্তরকামী মানুষদের আর্থিক স্বাধীনতা দেবে। সমাজে তাঁদের স্থান আরও শক্ত করবে।' এই গোটা উদ্যোগে পাশে থাকার জন্য আয়ুষ্মানকে ধন্যবাদ জানান, পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের প্রথম রূপান্তরকামী ধনঞ্জয় চৌহ্বান।
নারকোল ফাটিয়ে এই ফুড ট্রাকের উদ্বোধন করেন আয়ুষ্মান। উপহার হিসেবে তিনি পেলেন একটি সুন্দর গাছের চারা। সোশ্যাল মিডিয়ায় সমস্ত ছবি ও ভিডিও শেয়ার করে নিয়ে আয়ুষ্মান লিখেছেন, 'আমরা যখন একে অপরকে স্বীকার করব, তখনই তো ভারতকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারব। ধনঞ্জয় চৌহ্বান ও এই গোটা কমিউনিটির সবাইকে অনেক শুভেচ্ছা। ওঁনাদের এগিয়ে যাওয়ার পথ সুগম হোক।'
আয়ুষ্মানের এই পদক্ষেপে মুগ্ধ তাঁর অনুরাগীরাও। সাধুবাদ জানিয়েছেন অভিনেতাকে।
আরও পড়ুন: Tollywood New Film: প্রথমবার বাংলা ছবিতে 'জওয়ান' খ্যাত অভিনেতা, থাকছেন প্রিয়ঙ্কা-তথাগতও
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।