PM Modi On AI: ‘আমার একটা ডিপফেকই ব্যাপক উত্তেজনা ছড়াতে পারে’, AI নিয়ে আশঙ্কা প্রধানমন্ত্রীর

PM Modi With Bill Gates On Deepfake: ভারতের মতো দেশে ডিপফেক বড় চিন্তার কারণ। এটিকে ঠিকমতো ব্যবহার করা না হলে বড়সড় অশান্তি হতে পারে বলে মনে করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Continues below advertisement

কলকাতা: ভারতের মতো বিশাল গণতান্ত্রিক দেশে সঠিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা জরুরি। তা না হলে বড়সড় বিপদ ঘটাতে পারে এই অত্যাধুনিক প্রযুক্তি। সম্প্রতি মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে একটি বৈঠকে এমনটাই বলতে শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি ডিপফেক নিয়েও এই দিন কথা বলতে শোনা যায় দেশের প্রধানমন্ত্রীকে। তিনি বলেন, সঠিক লোকের হাতে এই প্রযুক্তি না থাকলে সামান্য জিনিস থেকে বড় বিভ্রান্তি ছড়াতে পারে। উস্কানিমূলক ঘটনা ঘটে যেতে পারে বলেও আশঙ্কা করেন তিনি। 

Continues below advertisement

ডিপফেক নিয়ে প্রধানমন্ত্রীর আশঙ্কার নানাদিক

এই দিন বিল গেটসের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, তাঁর গলা নকল করেও ভুয়ো ভিডিয়ো ছড়িয়ে পড়তে পারে। যা থেকে ব্যাপক উত্তেজনা তৈরি হতে পারে। লোকসভা নির্বাচনের আগে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলেই মনে করেন তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে নরেন্দ্র মোদির পরামর্শ

সাক্ষাৎকারে নরেন্দ্র মোদি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের উপকারে নানাভাবে ব্যবহার করা যেতে পারে। এই ব্যাপারে তার উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায় অত্যাধুনিক প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে হলে একটি নির্দিষ্ট প্রশিক্ষণ থাকা জরুরি। সেই প্রশিক্ষণ না থাকলে ভুল ব্যবহারের আশঙ্কা বাড়ে। যা বড়সড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। 

ওয়াটারমার্কের পরামর্শ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায়, এআই নির্মিত কনটেন্টে সবসময় ওয়াটারমার্ক থাকা উচিত। যাতে জিনিসটি দেখেই এআই নির্মিত কি না বোঝা সম্ভব। ভুল তথ্য ছড়ানো আটকাতে এটা জরুরি। পাশাপাশি তাঁর কথায়, কৃত্রিম বুদ্ধিমত্তা যখন কোনও জায়গা থেকে তথ্য সংগ্রহ করে কোনও জিনিস তৈরি করে, তখন তার নির্দিষ্ট সূত্র উল্লেখ করা উচিত।

কী করা উচিত আর কী করা উচিত নয়

প্রধানমন্ত্রীর পরামর্শ ভারতের মতো দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা ঠিকমতো প্রচলিত হওয়ার আগে বেশ কিছু নিয়ম জারি করা উচিত। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কী করা উচিত আর কী করা উচিত নয়, তাঁর একটি নির্দেশিকা  থাকা দরকার। ভারতের প্রচুর ভাষাভাষির মানুষ রয়েছে। এই ভাষাগুলি সঠিক ভাবে চিনে মানুষের সঙ্গে মানুষের সংযোগ বাড়ানোর কাজ করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। এছাড়াও, কৃত্রিম বুদ্ধিমত্তাকে দেখাদেখি মানুষের নিজেকে উন্নত করার দিকেও মন দেওয়া উচিত বলে মনে করেন তিনি। 

আরও পড়ুন -Fake Call Alert: ফোন আসছে +92-এর মতো অজানা নম্বর থেকে ! সরকারি কল ভেবে পড়তে পারেন বিপদে

Continues below advertisement
Sponsored Links by Taboola