রুমা পাল, কলকাতা: ইউসুফ পাঠানের ভোটপ্রচারে (Loksabha Election 2024) বিশ্বকাপ জয়ের মুহূর্তের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা কমিশনের। নির্বাচন কমিশনের নির্দেশ, ভোটপ্রচারে ২০১১-র বিশ্বকাপ জয়ের মুহূর্তের ছবি ব্যবহার করা যাবে না। বহরমপুরের তৃণমূল প্রার্থীর প্রচারে ছবি-বিতর্কে জেলা তৃণমূলকে শোকজ করল নির্বাচন কমিশন।


বিশ্বকাপ জয়ের মুহূর্তের ছবি ব্যবহার নয়: ক্রিকেট বিশ্বযুদ্ধে ভারতের দুরন্ত জয়। ১৩ বছর আগের সেই গর্বের মুহূর্ত। আজও উপভোগ করেন প্রত্যেক দেশবাসী।কিন্তু, এবার লোকসভার ভোটে, বহরমপুরের ২২ গজে তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। গত পাঁচ-পাঁচটি লোকসভা ভোটে, বহরমপুর থেকে নট আউট অধীর চৌধুরীর উইকেট নিতে ২০১১-র ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য অলরাউন্ডার ইউসুফ পাঠানকে মাঠে নামিয়েছে তৃণমূল। কান্দির বিভিন্ন এলাকায় তাঁর প্রচারে লাগানো হয়েছিল এই ধরনের পোস্টার। কিন্তু, ভোটের প্রচারে কেন ২০১১-র বিশ্বকাপ জয়ের মুহূর্তের ছবি ব্যবহার করা হবে?এই অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ ঠোকে প্রদেশ কংগ্রেস। এবার সেই অভিযোগের প্রেক্ষিতে নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইউসুফ পাঠানের ভোটপ্রচারে (Loksabha Election 2024) বিশ্বকাপ জয়ের মুহূর্তের ছবি ব্যবহার করা যাবে না। একইসঙ্গে ভোটের প্রচারে ছবি-বিতর্কে জেলা তৃণমূলকে শোকজও করেছে কমিশন।


কী অভিযোগ করেছিল কংগ্রেস? মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে লেখা অভিযোগপত্রে প্রদেশ কংগ্রেস দাবি করেছিল, ২০১১-র ক্রিকেট বিশ্বকাপ জয়ের নানা মুহূর্তের ছবি, ভোট প্রচারের ব্যানারে, পোস্টারে ব্যবহার করছেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। বহরমপুরের বিভিন্ন জায়গায় সেই ব্যানার, পোস্টার লাগানো হচ্ছে, যাতে ভারতরত্ন সচিন তেন্ডুলকর-সহ বিশ্বকাপজয়ী ক্রিকেট তারকাদের ছবি রয়েছে। কংগ্রেসের যুক্তি, ২০১১-র ক্রিকেট বিশ্বকাপ জয় গোটা দেশের কাছে গর্বের বিষয়। ক্ষুদ্র রাজনৈতিক লাভের আশায়, ভোট প্রচারে তার ব্যবহার করা উচিত নয়। এই অভিযোগের প্রেক্ষিতে কড়া নির্দেশ কমিশনের।


বহরমপুর লোকসভার লড়াই এবার ত্রিমুখী। ১৯৯৯ থেকে টানা ৫ বার এই কেন্দ্র থেকে জিতে সংসদে গিয়েছেন কংগ্রেসের অধীর চৌধুরী। রাজ্যের ক্ষমতায় আসার পরে একদশক কেটে গেলেও বহরমপুরে দাঁত ফোটাতে পারেনি তৃণমূল। তাই এবার বাইশ গজের বিগ হিটার ইউসুফ পাঠানকে হাজির করেছে তারা। বহরমপুর বিজয়ে বিজেপির বাজি প্রবীণ চিকিৎসক নির্মল সাহা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Kolkata Metro: অরেঞ্জ লাইনে আরও এক ধাপ, বেলেঘাটা-রুবি মেট্রোর স্পিড ট্রায়াল রান