মুম্বই: সম্প্রতি প্রয়াত হয়েছেন আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) ও অপারশক্তি খুরানার (Aparshakti Khurrana) বাবা। স্বামীর মৃত্যুর পর অবশ্যই মানসিকভাবে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন দুই নায়কের মা পুনম খুরানা (Poonam Khurrana)। জীবনের সাধারণ ধারায় গা ভাসাতে তাঁর যে কিছু সময় লাগবে তাই স্বাভাবিক। শুক্রবার আয়ুষ্মানের স্ত্রী তাহিরা কাশ্যপ (Tahira Kashyap) একটি সুন্দর ভিডিও পোস্ট করেন তাঁর শাশুড়িকে নিয়ে। জীবনের পথে ধীরে ধীরে এগোতে শুরু করেছেন পুনম খুরানা। কেমনভাবে শুরু হল সেই সফর?


পুনম খুরানার 'নতুন' জীবন


শুক্রবার আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ একটি ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। শাশুড়ি মা পুনম খুরানাকে নিয়ে আবেগঘন একটি ভিডিও, যিনি সম্প্রতি তাঁর স্বামী পি. খুরানার মৃত্যুর পর মুম্বইয়ে থাকতে শুরু করেছেন। 


ভিডিওয় দেখা যাচ্ছে পুনম খুরানা পাড়ায় তাঁরই বয়সী আরও বেশ কয়েকজন বৃদ্ধার সঙ্গে তৈরি করছেন নতুন বন্ধুত্ব। তাঁদের আড্ডা, হাসি, দেখে মনে হতে পারে, তাঁরা যেন ছোটবেলার বন্ধু। ভিডিওয় লেখা রয়েছে, '৭৩ বছর বয়সে, আমি কোনটা বাছব? একাকীত্ব ঘিরে ধরবে আমাকে? সেটাই কি আমার নিয়তি? নতুন জায়গায় শিফট করেছি। এমন একটা পৃথিবীতে যেখানে আমার সবচেয়ে প্রিয় মানুষটা নেই, সেখানে কি আমি নিঃশ্বাস নিতে পারব?'


ভিডিও যত এগোয় ততই জানা যায়, নতুন বাসস্থানে এসে পুনম সেখানে নিজের মতো করে নিজের দল খুঁজে পেয়েছেন। অপরিচিত সমবয়সী মহিলাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছেন। প্রত্যেকদিন তাঁদের সঙ্গে দেখা করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, তার মধ্যে যোগব্যায়ামের উপকারিতা থেকে আধ্যাত্মিক আলোচনা, আকুপাংচার থেকে বিভিন্ন মজার গল্প, সবই থাকে। এই মিষ্টি ভিডিও পোস্ট করে তাহিকা ক্যাপশনে লেখেন, 'শাশুড়ি মা ওরফে মাম্মা।'


 






তাহিরা কাশ্যপের এই পোস্টে ভালবাসার বন্যা। অভিনেত্রী ভূমি পেডনেকর লেখেন, 'এটা খুব সুন্দর'। গায়িকা নীতি মোহন লেখেন, 'এটা সবচেয়ে সুন্দর পোস্ট! আন্টির ক্ষমতাকে এবং তোমার মতো একজন বউমা ওরফে মেয়েকে কুর্নিশ।' সন্ধ্যা মৃদুল লেখেন, 'আমাদের সকলের মায়েদের যেন আশীর্বাদ করেন।'


আরও পড়ুন: Split Ends: স্প্লিট এন্ডস কী? চুলের এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস


গত ১৯ মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আয়ুষ্মান খুরানা ও অপারশক্তি খুরানার বাবা পি. খুরানা। উত্তর ভারতে তিনি পরিচিত ছিলেন জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে। চণ্ডীগড়ের মানুষ তিনি, জ্যোতিষশাস্ত্রে লিখেছেন বইও। 


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial