নয়াদিল্লি: লুসানেতে ৩০ জুন থেকে আয়োজিত হবে ডায়মন্ড লিগের (Diamond League) ষষ্ঠ পর্ব। রিপোর্ট অনুযায়ী সেই পর্বেই অংশগ্রহণ করতে দেখা যাবে তারকা ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে (Neeraj Chopra)। অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ এখন পেশির এক চোট সারাতে ব্যস্ত। তাঁর তরফ থেকে সরকারিভাবে এই ইভেন্টে ভাগ নেওয়ার বিষয়ে কোনওরকম বিবৃতি দেওয়া না হলেও, টুর্নামেন্টের সরকারি ওয়েব সাইটে কিন্তু জানানো হয়েছে যে নীরজ এই মাসের শেষে আয়োজিত হতে চলা এই টুর্নামেন্টে অংশ নিতে চলেছেন।
ডায়মন্ড লিগের ওয়েবসাইট অনুযায়ী, 'জ্যাভলিন প্রতিযোগিতায় ভারতীয় অলিম্পিক্সজয়ী তারকা নীরজ চোপড়াকে চ্যালেঞ্জ জানাবেন চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেখ এবং জার্মানির জুলিয়ান ওয়েবার।' সদ্যই দিন কয়েক আগে ২৫ বছর বয়সি ভারতীয় অ্যাথলিট নীরজ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজের পেশিতে চোট লাগার কথা জানান। তিনি অনুশীলনের সময়ই চোট পান এবং সেই কারণেই নেদারল্যান্ডসে আয়োজিত এফবিকে গেমস ও ফিনল্যান্ডের পাভো নুরমি মিট থেকে নাম প্রত্যাহার করে নেন।
নীরজ লেখেন, 'সদ্যই অনুশীলন করার সময় আমার পেশিতে টান লাগে। এই সফরে চোটআঘাত তো লাগবেই, তবে বারবার এই চোট সারিয়ে লড়াইয়ে ফেরাটা একদমই সহজ নয়। আমি নিজের চোট সারানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছি এবং আশা করছি জুনে আবার ট্র্যাকে ফিরব।' এই চোটের কারণেই ভুবনেশ্বরে নীরজ চলতি আন্তঃরাজ্য সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারছেন না নীরজ। ২৭ জুন চেক প্রজাতন্ত্রে গোল্ডেন স্পাইক ওস্ত্রাভা টুর্নামেন্ট আয়োজিত হবে। সেই টুর্নামেন্টে নীরজ খেলবেন কি না, সেই বিষয়ে অবশ্য এখনও সরকারিভাবে কোনও কিছু জানানো হয়নি এখনও।
নীরজ ৫ মে দোহায় আয়োজিত ডায়মন্ড লিগে ৮৮.৬৭ মিটারের থ্রোয়ে প্রতিযোগিতা জিতেছিলেন। এটিই এ মরশুমে নীরজের প্রথম টুর্নামেন্ট ছিল এবং তাতে অংশগ্রহণ করে শুরুটা দুরন্তভাবে করেন নীরজ। এ বছর হাঙ্গেরির বুদাপেস্টে ১৭ থেকে ২৭ অগাস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে। এটির পাশাপাশি ডায়মন্ড লিগ ফাইনাল এবং এশিয়ান গেমস, এই তিনটি এ বছরের সবথেকে বড় তিনটি প্রতিযোগিতা। নীরজ চোট সারিয়ে ঠিক কবে ট্র্যাকে ফেরেন, সেটাই দেখার।
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial
আরও পড়ুুন: কিছু উপহারের আইডিয়া 'পিতৃ দিবস'-এ বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য