মোটা, শরীরে স্ট্রেচ মার্ক নিয়েও বিকিনি পরে নিজেকে ভালবাসার বার্তা দিলেন এই অভিনেতার স্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Jul 2018 10:16 AM (IST)
1
সম্প্রতি আমরা দেখেছি ছোট পর্দার অভিনেত্রী কবিতা কৌশিককে স্ট্রেচ মার্ক, মেদবহুল শরীর নিয়ে বিকিনি পরতে। ফিগারের এই মাপে বিকিনি পরে কবিতা সকল নারীকে একটি বার্তা দিতে চেয়েছেন, নিজের খুঁতগুলোকে ভালবাসতে শেখ।
2
আশা করা যায় তাঁর এই বার্তা বহু মেয়ের কাছেই অনুপ্রেরণার বিষয় হবে
3
তুমি যেমন, সেটা মেনে নিতে শেখ, মানিয়ে নিতে শেখ
4
সাইজ ৬ থেকে ৮ তারপর এখন ১০ হয়ে গিয়েছেন তাহিরা।
5
দুটি মিষ্টি সন্তানের মা তিনি। তাঁর কথায় একসময় তিনি নিজেও বিকিনি এনে বাথরুমের বাইরে পরার সাহস সঞ্চয় করতে পারতেন না। সবসময়ই ভাবতেন এভাবে তাঁকে দেখলে লোকে কী ভাববে।
6
এবার ওই একই পথে হাঁটলেন আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ।
7
কিন্তু এবার সেই তাহিরাই পরলেন বিকিনি, এবং সবচেয়ে আগে নিজেকে ভালবাসো, সেকথাই সকল মহিলাকে বোঝাতে চাইলেন।