তাক লাগানো সাফল্য ‘উইঙ্ক গার্ল’ প্রিয়া প্রকাশের, পেলেন এক কোটি টাকার বিজ্ঞাপনের অফার!
ভিডিওটি এতই জনপ্রিয় হয় যে তাঁকে ন্যাশনাল ক্র্যাশ-এর তকমাও দিয়ে দিয়েছিলেন কেউ কেউ। একটি মালয়ালম সিনেমার গানের দৃশ্যে প্রেমিকের সঙ্গে চোখের ইঙ্গিতে ভাবের আদানপ্রদানের ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। ওই ভিডিও ভাইরাল হওয়ার আগে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েক হাজার ফলোয়ার ছিলেন। কিন্তু এরপর তা তরতরিয়ে বাড়তে বাড়তে প্রায় ৬ মিলিয়নে পৌঁছে যায়। এক মিলিয়ন অর্থাত্ ১০ লক্ষ।(Photo- INSTAGRAM)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে প্রিয়া প্রকাশের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিও তাঁকে রাতারাতি তারকা করে তোলে। (Photo- INSTAGRAM)
যদিও ওই সময় প্রিয় প্রকাশের মুড খুব একটা ভালো ছিল না। মিডিয়ার সামনে ছবির জন্য পোজ দিতে রাজি হননি তিনি। (Photo- Manav Manglani)
কিছুদিন আগে মুম্বইয়ের একটি স্টুডিওতে শ্যুটিয়ের সময় প্রিয়া প্রকাশের কয়েকটি ছবি সামনে এসেছিল। (Photo- Manav Manglani)
এই বিজ্ঞাপন সংক্রান্ত বিস্তারিত তথ্য অবশ্য জানা যায়নি। কিন্তু সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই বিজ্ঞাপনের শ্যুটিং মুম্বইয়ের একটি স্টুডিওতে হবে। (Photo- INSTAGRAM)
চোখের জাদুতে তরুণদের হৃদয়ে তুফান তোলা প্রিয়া প্রকাশ সাফল্যের সরণি বেয়ে ক্রমশই এগিয়ে চলেছেন। সম্প্রতি একটি বাণিজ্যিক বিজ্ঞাপনের জন্য এক কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছেন। (Photo- INSTAGRAM)
সোশ্যাল মিডিয়াতে এখন এমনিতেই অন্যতম জনপ্রিয় ‘উইঙ্ক গার্ল’ প্রিয়া প্রকাশ। এবার তাঁকে নিয়ে যে খবর সামনে এল, তা চমকে দেওয়ার মতোই। (Photo- INSTAGRAM)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -