মুম্বই: বলিউডে নিজের পায়ের তলার মাটিটাকে শক্তপোক্ত করে ফেলেছেন আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurana)। রোম্যান্টিক থেকে থ্রিলার, একইসঙ্গে ভিন্ন ধারার ছবিতে অভিনয় করে দর্শকদের কাছে দিন দিন আরও অপরিহার্য হয়ে উঠছেন। কখনও 'বরেলি কি বরফি', কখনও 'শুভ মঙ্গল সাবধান'। আবার কখনও 'অন্ধাধুন' তো কখনও 'বালা'-র মতো ছবিতে অভিনয় করে দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন বেশ কিছু বছর ধরে। শুধু তাই নয়, ২০১৮তে অভিনয় দক্ষতা দিয়েই জিতে নিয়েছেন জাতীয় পুরস্কারও। সেই আয়ুষ্মান খুরানাই এবার তাঁর আগামী ছবির ঘোষণা করে ফেললেন।


'ভিকি ডোনর' অভিনেতা আয়ুষ্মান খুরানাকে আগামী ছবিতে দেখা যেতে চলেছে 'অ্যাকশন' ছবিতে। এতদিনের চকোলেট বয় ইমেজ ছেড়ে এবার তিনি ভিলেনের সঙ্গে লড়াইয়ের ময়দানে নামবেন। জানা যাচ্ছে পরিচালক অনিরুদ্ধ লায়ারের পরবর্তী ছবিতে মূখ্য চরিত্রে থাকতে চলেছেন আয়ুষ্মান খুরানা। 


এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে আগামী ছবির ঘোষণা করে ক্যাপশনে আয়ুষ্মান খুরানা লেখেন, 'সমস্যা একটাই। আমি মারপিঠের অভিনয় করতে পারি। কিন্তু মারপিঠ করতে পারি না। আনন্দ এল রাই, ভূষণ কুমারের সঙ্গে একসঙ্গে কাজ করতে পেরে দারুণ লাগছে। এটা খুবই স্পেশাল হয়ে থাকতে চলেছে আমার কেরিয়ারে। অ্যাকশন হিরো।' ছক ভাঙা ছবিতে অভিনয় করা আয়ুষ্মান খুরানার অভ্যাস হয়ে গিয়েছে। তাই আগামী ছবিতে অ্যাকশন হিরোর চরিত্র নিয়ে যে অনুরাগীদের পাশাপাশি তিনি নিজেও উচ্ছ্বসিত, তা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেই বোঝা যাচ্ছে।


নতুন ছবির প্রসঙ্গে আয়ুষ্মান খুরানা বলেন, 'আনন্দ স্যরের সঙ্গে কাজ করতে পেরে দারুণ অনুভূতি হচ্ছে। এই নিয়ে তৃতীয়বার আমি আনন্দ স্যরের সঙ্গে কাজ করতে চলেছি। আশা করছি এই ছবির মাধ্যমে দর্শকদের বিনোদন দিতে পারব। পাশাপাশি ফের ভূষন জির সঙ্গে কাজ করতে পেরেও উত্তেজনা অনুভব করছি। কালার ইওলো এবং টি সিরিজ আমার কাছে দ্বিতীয় বাড়ি হয়ে গিয়েছে। অ্যাকশন হিরোর চরিত্রে চিত্রনাট্যও খুব পছন্দ হয়েছে।'


অ্যাকশন হিরোর চরিত্রে আগামী ছবিতে অভিনয় ছাড়াও আয়ুষ্মান খুরানাকে 'চণ্ডীগড় কি আশিক', 'অনীক' এবং 'ডক্টর জি' ছবিতে দেখা যেতে চলেছে।