মুম্বই: বলিউডের আকাশে এখন খ্যাতির মধ্যগগনে বিরাজ করছেন আয়ুষ্মান খুরানা। ‘দম লাগাকে হাইসা’ থেকে ‘বধাই হো’, ‘অন্ধাধুন’-এর মতো অন্যধারার হিট ছবি রয়েছে তার ঝুলিতে। অভিনয়ের পাশাপাশি আয়ুষ্মান কিন্তু এক্কেবারে ফ্যামিলি ম্যান। ২০০৮ সালে তাহিরা কশ্যপের সঙ্গে বিয়ে হয় আয়ুষ্মানের। বর্তমানে দুই সন্তানের বাবা তিনি।







২১ শে এপ্রিল ৫ বছরে পা দিল আয়ুষ্মানের ছোট মেয়ে বারুষ্কা। আর মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছবি শেয়ার করলেন আয়ুষ্মান। সঙ্গে লিখলেন ভালোবাসায় মোড়া ছোট্ট বার্তা।




জন্মদিনে ছেলে বিরাজবীর ও মেয়ে বারুষ্কার ছবি শেয়ার করেন আয়ুষ্মান।




ছবির সঙ্গে আয়ুষ্মান লেখেন, ‘হ্যাপি বার্থডে ছোট্ট বারুষ্কা। আমাদের জীবনে এত খুশি নিয়ে আসার জন্য তোমায় ধন্যবাদ।’ এটা বারুষ্কার ছোটবেলার একটা ছবি। মজা করে আয়ুষ্মান আরও লেখেন, বারুষ্কা যখন হাসে, আয়ুষ্মানের মতোই তার চোখ বন্ধ হয়ে যায়।




অন্যদিকে তাহিরাও ইনস্টাগ্রামে মেয়ের ছবি শেয়ার করেন। সঙ্গে লেখেন, ওর কাছে যা যা ঔজ্জ্বল্য, রঙ, ক্যান্ডি, রূপকথা রয়েছে তার একটাও নেই মা তাহিরার কাছে, তারা সম্পূর্ণ বিপরীত তবুও বারুষ্কা শুধুই তাঁর।




মেয়ের ছোটোবেলার আরও ছবি পোস্ট করেন আয়ুষ্মান, সঙ্গে লেখেন মেয়েকে নিয়ে মধুর সব স্মৃতি।




সম্প্রতি ‘বরেলি বরফি’ ও ‘শুভ মঙ্গলম সাবধান’-র মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি।