মুম্বই: 'আমার মা অনিতা কাশ্যপ একজন শিক্ষাবিদ। টেলিভিশনের রামায়ণ ধারাবাহিকের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।'  নেট দুনিয়ায় ঘুরতে থাকা খবরকে ভিত্তিহীন, ভুয়ো বলে ওড়ালেন আয়ুষ্মান পত্নী তাহিরা কাশ্যপ।


লকডাউনের জেরে বন্ধ সমস্ত রকমের শ্যুটিং। মাঝপথে বন্ধ রয়েছে সমস্ত জনপ্রিয় ধারাবাহিকগুলি। দর্শকদের বিনোদন বজায় রাখতে তাই অভিনব পদ্ধতি নিয়েছেন সমস্ত বিনোদন চ্যানেলগুলির আধিকারিকরা। পুরনো কিংবদন্তি ধারাবাহিকগুলি, যেমন রামায়ণ, মহাভারতকে ফিরিয়ে এনেছেন চ্যানেলের নির্মাতারা। শুরু হয়েছে ৯০ এর দশকের জনপ্রিয় ধারাবাহিকগুলির পুনঃসম্প্রচার। এর ফলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে পুরনো ধারাবাহিক নিয়ে তৈরি হওয়া নতুন মিম!

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি খবর ছড়িয়ে পড়ে। রামায়ণের ত্রিজাতা চরিত্রটিতে অভিনয় করেছেন তাহিরা কাশ্যপের মা, আয়ুষ্মান খুরানার শাশুড়ি অনিতা কাশ্যপ। নেট দুনিয়ায় এমনই একটা খবর ঘুরতে থাকে যে দূরদর্শন-এর ‘রামায়ণ’-এ অভিনয় করেছিলেন তিনি। কিন্তু খবরটি সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছেন আয়ুষ্মানের স্ত্রী তাহিরা।

রামায়ণের গল্প অনুযায়ী, ত্রিজাতা ছিল লঙ্কার বাসিন্দা কিন্তু রামের ভক্ত। অশোকবনে সে ছিল সীতার নিত্যসঙ্গী। রাম-রাবণের যুদ্ধের খবর সেই এনে দিত সীতাকে। এই ত্রিজাতা চরিত্রেই দূরদর্শন প্রযোজিত ‘রামায়ণ’-এ অভিনয় করেছিলেন তাহিরার মা, এমন একটি কথা ঘোরাফেরা করছিল সোশ্যাল মিডিয়ায়। এমনকি কয়েকটি সংবাদমাধ্যমে তা প্রকাশিতও হয়।

একটি ট্যুইট করে তাহিরা বলেন, ''আমার মা একজন শিক্ষাবিদ। তাঁর সঙ্গে ওই বিশেষ ধারাবাহিকের সঙ্গে কোনও সম্পর্কই নেই। যে খবরটি নেট দুনিয়ায় ঘুরছে তা একেবারেই ভুল ও ভিত্তিহীন।” সম্প্রতি ইন্টারনেটে এই ত্রিজাতা চরিত্রটি নিয়ে কিছু মিম ছড়িয়ে পড়ে।



বর্তমানে দূরদর্শনে দুবার করে সম্প্রচারিত হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক রামায়ণ।