ইনস্টাগ্রামে একটি পোস্ট করে নিজের রোগ ও চিকিৎসার বিষয়ে জানিয়েছেন তাহিরা। তিনি আরও জানিয়েছেন, ক্যান্সারের চিকিৎসা তাঁকে জীবনের নতুন একটি দিকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। এর ফলে তিনি বুঝতে পেরেছেন, মানুষের অসাধ্য কিছুই নেই। মহিলাদের উদ্দেশে তাঁর পরামর্শ, কোনও রোগের লক্ষণকেই অবহেলা করা উচিত নয়। সবসময় পরীক্ষা করানো উচিত।