ইনস্টাগ্রামে একটি পোস্ট করে নিজের রোগ ও চিকিৎসার বিষয়ে জানিয়েছেন তাহিরা। তিনি আরও জানিয়েছেন, ক্যান্সারের চিকিৎসা তাঁকে জীবনের নতুন একটি দিকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। এর ফলে তিনি বুঝতে পেরেছেন, মানুষের অসাধ্য কিছুই নেই। মহিলাদের উদ্দেশে তাঁর পরামর্শ, কোনও রোগের লক্ষণকেই অবহেলা করা উচিত নয়। সবসময় পরীক্ষা করানো উচিত। ক্যান্সার আক্রান্ত স্ত্রীর অস্ত্রোপচার, ও ‘ফাইটার’, বললেন আয়ুষ্মান খুরানা
Web Desk, ABP Ananda | 22 Sep 2018 05:44 PM (IST)
মুম্বই: ‘স্টেজ ও’ স্তন ক্যান্সারে আক্রান্ত বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। তাঁর অস্ত্রোপচার করতে হয়েছে। তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি এখন ভাল আছেন বলে জানিয়েছেন আয়ুষ্মান।