মুম্বই: আগামী বছর অস্কারের আঙিনায় সেরা বিদেশি ভাষার ছবি বিভাগে ভারতের ছবি ভিলেজ রকস্টার্স। ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া এ কথা জানিয়েছে। ছবিটি অসমিয়া, পরিচালক রীমা দাস।

ভিলেজ রকস্টার্স-এ ধুনু নামে এক গরিব ঘরের মেয়ের কথা বলা হয়েছে, দারিদ্র্যের মধ্যেও যে নিজস্ব রক ব্যান্ড গড়ার স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে, তারও একটা নিজস্ব গিটার হবে। তাঁর ছবি অস্কারে যাচ্ছে খবর পেয়ে উচ্ছ্বসিত রীমা বলেছেন, উত্তর পূর্বাঞ্চলের পরিচালকদের জন্য এটা বিরাট স্বীকৃতি।

ভিলেজ রকস্টার্স ছাড়াও এ বছর অস্কার যাওয়ার দৌড়ে ছিল পদ্মাবত, রাজি, হিচকি, অক্টোবর, লাভ সনিয়া, তুমবাদ, হালকা, কড়ভি হাওয়া ও মান্টো। সবাইকে পিছনে ফেলে অস্কারে যাওয়ার যোগ্যতা অর্জন করে উত্তর পূর্বাঞ্চলের এই ছবিটি।

গত বছর টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ভিলেজ রকস্টার্স-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। ৭০টিরও বেশি আন্তর্জাতিক ও জাতীয় চলচ্চিত্র উৎসবে ছবিটি দেখানো হয়েছে। পেয়েছে সেরা চলচ্চিত্রের জাতীয় পুরস্কার, এছাড়া সেরা শিশু শিল্পী, সেরা লোকেশন, সেরা সাউন্ড রেকর্ডিস্ট ও সেরা সম্পাদনার পুরস্কারও পেয়েছে। ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া জানিয়েছে, মানবিক বিষয়ে তৈরি এই ছবিটি গোটা বিশ্বের মানুষকে স্পর্শ করবে।

এখনও পর্যন্ত কোনও ভারতীয় ছবি অস্কার জেতেনি। ২০০১ সালে আশুতোষ গোয়ারিকরের লগান সেরা বিদেশি ছবি বিভাগে প্রথম পাঁচে জায়গা পায়। ১৯৫৮-য় মাদার ইন্ডিয়া ও ১৯৮৯-এ সালাম বম্বে-ও প্রথম পাঁচে ওঠে।