এরপর সনু টুইটারে ঘোষণা করেন চ্যালেঞ্জ গ্রহণ করে মাথা কামাতে তিনি প্রস্তুত।
তারপর আজ দুপুরেই নিজের বাড়িতে মাথা কামিয়ে সাংবাদিক বৈঠক ডাকেন সনু। সেখানেই তিনি সেই মুসলিম নেতাকে সরাসরি বলেন, আমি কথা রেখেছি। নিজেই চুল কামিয়ে ফেলেছি। এবার আমার বাড়িতে দশ লক্ষ টাকা পৌঁছে দিন।
এরপর তিনি সাংবাদিক বৈঠকে বলেন আমি সমস্ত ধর্মকেই সম্মান করি, প্রত্যেকের বিশ্বাসকেই মর্যাদা দিতে জানি। আমি কোনও বিশেষ ধর্মের বিরুদ্ধে কথা বলিনি। তারপরই তিনি বলেন গণতান্ত্রিক রাষ্ট্রে তাঁর সম্পূর্ণ মতপ্রকাশের অধিকার আছে। আর আজান নিয়ে তিনি যেটা বলেছিলেন সেটা সামাজিক ব্যাপার, ধর্মীয় বিষয় নয়। প্রসঙ্গত আজান সম্পর্কে এই টুইটগুলো সোমবার করেছিলেন সনু