সলমন খান ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে গাঁধীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। সানি দেওল ট্যুইট করে গাঁধী ও প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন। চলচ্চিত্র পরিচালক মধুর ভাণ্ডারকরও ট্যুইট করে গাঁধীকে শ্রদ্ধা জানিয়েছেন।
অভিনেত্রী দিয়া মির্জা ট্যুইটে লিখেছেন, ‘আমাদের মহাত্মার গাঁধী জয়ন্তীতে সবাইকে অহিংসার মূল্যবোধের কথা মনে রাখতে হবে। প্রকৃতি, মানুষ, সম্প্রদায়ের বিরুদ্ধে অহিংসার কথা মনে রাখতে হবে। বিশ্বজনীন ভালবাসার নিয়মে সবাইকে বেঁধে রাখতে হবে।’
অভিনেত্রী মাধুরী দীক্ষিতও ট্যুইট করে গাঁধীর শিক্ষা মেনে চলার বার্তা দিয়েছেন।