মুম্বই: বুধবার দেশজুড়ে মহাত্মা গাঁধীর দেড়শোতম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। জাতির জনকের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন সচিন তেন্ডুলকরও। আর এই বিশেষ দিনটিতে মাস্টার ব্লাস্টার ডাক দিলেন ‘স্বচ্ছ ও সুস্থ’ ভারত গড়ার।

বুধবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ দেশের শীর্ষ ব্যক্তিত্বদের সকলেই গাঁধীজিকে শ্রদ্ধাজ্ঞাপন করেন। ব্যাটিং কিংবদন্তি সচিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি মহাত্মার একটি বাণী উদ্ধৃত করেন। লেখেন, ‘বিশ্বে সকলের চাহিদা মেটানোর উপাদান প্রচুর রয়েছে, তবে সকলের লোভ নিবারণের মতো নেই।’ এরপরই মাস্টার ব্লাস্টার বলেন, ‘এভাবেই গাঁধীজি পৃথিবী সংরক্ষণ নিয়ে নিজের মতামত প্রকাশ করেছিলেন। ওঁর দেড়শোতম জন্মদিনে সবচেয়ে উপযুক্ত শ্রদ্ধার্ঘ হল স্বচ্ছ ও সুস্থ ভারত গড়ে তোলা। এবং তার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে।’



একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধে কেন্দ্রীয় সরকারের উদ্যোগকে সমর্থন জানিয়েছেন সচিন। দেশরক্ষায় সেনাবাহিনী, নৌসেনা ও বায়ুসেনার অবদানকে মনে করিয়েছেন তিনি। সেই সঙ্গে সচিন বলেছেন, স্থল, জল ও আকাশ পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখার দায়িত্ব আমাদেরই।

এর আগেও স্বচ্ছতার হয়ে সওয়াল করেছেন সচিন। প্রধানমন্ত্রীর ‘স্বচ্ছ ভারত অভিযান’-এও তিনি অংশ নিয়ছিলেন। এবার তিনি ফের স্বচ্ছ ভারত গড়ার ডাক দিলেন।