সিনেমার দ্বিতীয়ার্ধে রয়েছে আরও বেশি অ্যাকশন দৃশ্য। টাইগার শ্রফকে বাস্তবিকভাবে বাগী-র মতো স্টান্ট করতে দেখা যাবে। 'বাগী ২' টিম ক্যামেরার পিছনের ঘটনার ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা গিয়েছে, পুরো টিম কীভাবে পারফেক্ট শটের জন্য পরিশ্রম করেছে। ভিডিওতে শ্যুটিংয়ে নিজের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন টাইগার শ্রফ। তিনি জানিয়েছেন, শ্যুটিংয়ের সময় কোন জিনিসে তাঁর বেশি ভয় লাগত।
টাইগার বলেছেন, অ্যাকশন দৃশ্যের সময় অনেক বিস্ফোরণ ঘটানো হতে। গোলাগুলির মধ্যে দিয়ে দৌড়ে যেতে হবে। তাই এগুলি খুব ভয়ের ছিল।
বিহাইন্ড দ্য সিন ভিডিওতে সিনেমার পরিচালক সাজিদ নাদিদওয়ালাকে টাইগার শ্রফের সাহসী অভিনয়ের প্রশংসা করতে শোনা গিয়েছে। 'বাগী ২' ২০১৪-র 'বাগী' সিনেমার সিকোয়েল। আগামী ৩০ মার্চ এই সিনেমা মুক্তি পাবে।
দেখুন সিনেমার ট্রেলার