বাহুবলীর ৫ বছর! ছবি শেয়ার করলেন প্রভাস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Jul 2020 02:40 PM (IST)
পাঁচ বছর পূর্ণ করল বাহুবলী সিরিজের প্রথম ছবি! নিজের সুপারহিট ছবির বর্ষপূর্তি উপলক্ষ্যে পুরনো শেয়ার করলেন নায়ক প্রভাস।
মুম্বই: পাঁচ বছর পূর্ণ করল বাহুবলী সিরিজের প্রথম ছবি! নিজের সুপারহিট ছবির বর্ষপূর্তি উপলক্ষ্যে পুরনো শেয়ার করলেন নায়ক প্রভাস। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, ঘোড়ায় চড়ছেন প্রভাস। ছবিটি শেয়ার করে তিনি লেখেন, 'সেই দলকে ধন্যবাদ যারা ম্যাজিক বানিয়েছিল। বাহুবলী-র ৫ বছর উদযাপন।' ২০১৫ সালে প্রথম মুক্তি পায় রাজা মৌলি পরিচালিত 'বাহুবলী-দ্য বিগিনিং' ছবিটি। বক্স অফিসে ৬৮৫ টাকার ব্যবসা করে এই ছবিটি। এই বিপুল সাফল্যের পর ২০১৭ সালে বাহুবলীর পরের ছবি- 'বাহুবলী ২-দ্য কনক্লুসান' নিয়ে আসেন পরিচালক। এই ছবিকে ঘিরেও উন্মাদনা ছিল প্রবল। বক্স অফিসেও সমান সাফল্য পায় বাহুবলী ২।