সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, ঘোড়ায় চড়ছেন প্রভাস। ছবিটি শেয়ার করে তিনি লেখেন, 'সেই দলকে ধন্যবাদ যারা ম্যাজিক বানিয়েছিল। বাহুবলী-র ৫ বছর উদযাপন।'
২০১৫ সালে প্রথম মুক্তি পায় রাজা মৌলি পরিচালিত 'বাহুবলী-দ্য বিগিনিং' ছবিটি। বক্স অফিসে ৬৮৫ টাকার ব্যবসা করে এই ছবিটি। এই বিপুল সাফল্যের পর ২০১৭ সালে বাহুবলীর পরের ছবি- 'বাহুবলী ২-দ্য কনক্লুসান' নিয়ে আসেন পরিচালক। এই ছবিকে ঘিরেও উন্মাদনা ছিল প্রবল। বক্স অফিসেও সমান সাফল্য পায় বাহুবলী ২।