হায়দরাবাদ: এস এস রাজামৌলির ছবি ‘বাহুবলী ২ – দ্য কনক্লুশান’-এর ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু। তাঁর মতে, এই ছবি ভারতীয় সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে।


গতকালই ছবিটি দেখেছেন বেঙ্কাইয়া। এদিন বাহুবলীর সঙ্গে তিনি হলিউড ছবি ‘দ্য টেন কমান্ডমেন্টস’-এর তুলনা টেনে আনেন। বলেন, দৃশ্যগতদিক দিয়ে ছবিটি দারুন। হলিউডের কিংবদন্তি ছবি ‘বেন-হুর’ বা ‘দ্য টেন কমান্ডমেন্টস’ ছবির দেখার মতোই অভিজ্ঞতা হল।


মন্ত্রী যোগ করেন, তিনি পরিচালকের সাহস দেখে মোহিত। ছবির দৃশ্যায়ন, চরিত্রায়ন, উন্নতমানের প্রতি রাজামৌলির দায়বদ্ধতা এবং সর্বোপরি আবেগের সঙ্গে প্রযুক্তির মিশেলের ফলেই তা বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করেছে।


তিনি বলেন, ছবিটি ভারতীয় সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। সবচেয়ে বড় কথা, ছবিটি তেলুগু, যা আরও প্রশংসাযোগ্য। বেঙ্কাইয়ার মতে, হলিউড পরিচালকদের সঙ্গে সমান টক্কর দিতে পারেন রাজামৌলি।


এদিন ছবির সাফল্যের জন্য রাজামৌলি, ছবির প্রযোজক ও গোটা টিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মন্ত্রী। বলেন, আমরা ওদের জন্য গর্বিত।