চেন্নাই: এবার কাটাপ্পার ঠাঁই হচ্ছে মাদাম তুসোর মোমের জাদুঘরে। কাটাপ্পার ভূমিকায় অভিনয় করেছিলেন তামিল অভিনেতা সত্যরাজ। তাঁর মূর্তি বসানো হচ্ছে মাদাম তুসোর জাদুঘরে।
বাহুবলী ছবির দুটি পর্বই জনপ্রিয়তায় এতদিনের যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছে। আর ছবির অবিচ্ছেদ্য চরিত্র কাটাপ্পা। বর্ষীয়াণ অভিনেতা সত্যরাজের অভিনয় মন কেড়ে নেয় গোটা দেশের। আর এবার তার স্বীকৃতিস্বরূপ তিনি পৌঁছে যাচ্ছেন মাদাম তুসোর মোমের মানুষের দেশে।
অমরেন্দ্র বাহুবলীর ভূমিকায় প্রভাসের মূর্তি গত বছরই সসম্মানে জায়গা পেয়েছে মাদাম তুসোর ব্যাঙ্ককের জাদুঘরে। কাটাপ্পার মূর্তি কোথায় বসবে এখনও স্পষ্ট নয়। সত্যরাজের ছেলে অভিনেতা সিবিরাজ খবরটি পেয়ে আনন্দে টুইট করেছেন।
সত্যরাজই প্রথম তামিল অভিনেতা যিনি মাদাম তুসোর জাদুঘরে জায়গা পেতে চলেছেন।
এবার মাদাম তুসোর জাদুঘরে বসবে কাটাপ্পার মূর্তি
ABP Ananda, Web Desk
Updated at:
12 Mar 2018 12:21 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -