মুম্বই: বাহুবলী দেখে অনুপ্রাণিত পরিচালক আকবর খান এবার চেঙ্গিস খানকে বড় পর্দায় আনছেন।

এ জন্য ভারত তো বটেই, হলিউড, চিন এমনকী তুরস্ক থেকেও অভিনেতা অভিনেত্রী আনতে চলেছেন তিনি।

আকবর খান প্রাক্তন অভিনেতা, এখন পরিচালনা করেন। তিনি বর্ষীয়াণ দুই অভিনেতা ফিরোজ ও সঞ্জয় খানের ছোট ভাই। তবে হিন্দিতে নয়, তাঁর ছবি হবে ইংরেজিতে।

আকবর জানিয়েছেন, বেশ কয়েক বছর আগেই তাঁর চেঙ্গিস খানের গল্প-চিত্রনাট্য সব লেখা সারা। এবার বাহুবলীর সাফল্য দেখে ছবিটা তৈরি করে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অক্টোবরের মধ্যেই বিদেশের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে সইসাবুদ হয়ে যাবে। জানুয়ারি থেকে মঙ্গোলিয়ায় শুরু হবে শ্যুটিং।

কিন্তু এত চরিত্র থাকতে চেঙ্গিস কেন? আকবরের মতে, চেঙ্গিস চরিত্রে নানা বর্ণময় দিক রয়েছে। আন্তর্জাতিক আইকন এই শাসক ঘোরতর রোমান্টিকও ছিলেন। সেই সব অজানা বিষয়গুলিকে তুলে ধরা হবে তাঁর ছবিতে।

তিনি জানিয়েছেন, এর আগে চেঙ্গিসকে নিয়ে আন্তর্জাতিক দুনিয়ায় বহু কাজ হয়েছে। চিনা, রুশরা অনেকগুলি ডকু-ফিচার করেছেন, এমনকী ছবি হয়েছে হলিউডেও। প্রবাদপ্রতিম অভিনেতা ওমর শরিফ তাতে করেন চেঙ্গিসের চরিত্র। অতএব এবার বলিউডের পালা।