প্যারিস: রাফায়েল নাদালের বিশ্বরেকর্ড। মোট ১০ বার ফরাসি ওপেন জয়ের নজির স্প্যানিশ জিনিয়াসের। এই নিয়ে ১৫ টি গ্র্যান্ড স্ল্যামের মালিক তিনি।
এদিন স্ট্যান ওয়ারিঙ্কাকে স্ট্রেট সেটে উড়িয়ে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। দশটি ফরাসি ওপেন খেতাব জিতে বিশ্বরেকর্ড গড়লেন তিনি। বিশ্ব-টেনিসের ইতিহাসে নাদালই একমাত্র টেনিস প্লেয়ার, যিনি ১০ বার একই গ্র্যান্ড স্ল্যাম জিতলেন।
এটি তাঁর কেরিয়ারের ১৫তম গ্র্যান্ড স্ল্যাম। ফেডেরারের থেকে ঠিক তিনটি গ্র্যান্ড স্ল্যাম পিছনে। এদিন নাদাল ছিলেন বিধ্বংসী ফর্মে। ওয়ারিঙ্কাকে তিনি হারান ৬-২, ৬-৩, ৬-১ সেটে। চ্যাম্পিয়ন হওয়ার পর প্রতিক্রিয়ায় নাদাল বলেন, ‘আমি অত্যন্ত খুশি। দশমবার ফরাসি ওপেন জিততে পারাটা খুবই স্পেশাল। আমার মনের ভিতরে যে কী চলছে, তা ভাষায় বলে বোঝাতে পারব না।’
১০টি ফরাসি ওপেন খেতাব জিতে বিশ্বরেকর্ড নাদালের
Web Desk, ABP Ananda
Updated at:
11 Jun 2017 10:38 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -