মুম্বই: ভারতীয় সিনেমায় ইতিহাস তৈরি করেছে বাহুবলী। আকাশ ছুঁয়েছে নায়ক প্রভাসের ক্রেজ। কিন্তু বাহুবলীর সেই ছাঁটা দাড়ি আর মোটা গোঁফের রাজপুত্র প্রভাসকে এখন কেমন দেখতে লাগছে? বিশেষ করে এখন যখন আর সেই কঠোর ডায়েট ফলো করতে হচ্ছে না।

দেখুন প্রভাসের এখনকার লুক।



বাহুবলীর দীর্ঘ শ্যুটিং ও ছবির সাফল্যের পর আমেরিকায় ছুটি কাটাতে গিয়েছিলেন প্রভাস। ফিরে এসে এখন করছেন সাহো ছবির শ্যুটিং। ১৫০ কোটি টাকা বাজেটের এই ছবির নায়িকা কে হবেন তা এখনও ঠিক হয়নি। আলোচনা চলছে ক্যাটরিনা কাইফ, শ্রদ্ধা কপূর, দিশা পাটানি ও অনুষ্কা শেট্টির নাম নিয়ে।

দেখুন সাহোর টিজার