মুম্বই: 'বাহুবলী' এবং 'বাহুবলী ২' খ্যাত প্রভাসের দীর্ঘদিন ধরেই বলিউডে পা রাখা নিয়ে নানা জল্পনা চলছিল। প্রথমে শোনা গিয়েছিল কর্ণ জোহরের ছবির হাত ধরেই বলিউডে ডেবু হবে প্রভাসের। তারপর সেই প্রজেক্ট কোনও এক অজ্ঞাত কারণে বাস্তবায়িত হয়ে ওঠেনি। তবে কানাঘুষোয় শোনা যাচ্ছে এই রোম্যান্টি ছবিটির প্রযোজনার দায়িত্বেও রয়েছেন কর্ণ। যদিও এই খবরের সত্যতা এখনও জানা যায়নি। শুধু একটি বিষয় নিশ্চিত, রোম্যান্টিক ছবি দিয়ে বলিউডে পা রাখছেন বাহুবলী প্রভাস।

এই ছবি প্রসঙ্গে প্রভাসও জানিয়েছেন, তিনি হায়দরাবাদে থাকেন। সেখানে হিন্দি ছবির বাজার খুবই ভাল। বহু লোক হিন্দি ছবি দেখেনও। বলিউড থেকেও ভাল প্রস্তাব তিনি পেয়েছেন। তিন বছর আগে এই চিত্রনাট্যে অভিনয় করতে রাজি হয়েছিলেন প্রভাস। এখন শুধু বাস্তবায়িত হওয়ার অপেক্ষা।