নয়াদিল্লি:  'বাহুবলী ২:দ্য কনক্লিউশান' মুক্তির পর বক্সঅফিসে বিশাল সাফল্য পেয়েছিল সেকথা সকলেরই জানা। স্বাভাবিকভাবেই ছবি মুক্তির পর আলোচনায় চলে আসে বাহুবলী প্রভাসের ব্যক্তিগত জীবন। তাঁর সম্পর্ক, বিয়ে নিয়ে বিভিন্ন সময় নানা জল্পনা শোনা যায়। মাঝে শোনা যায় কোনও এক ব্যবসায়ী কন্যাকে বিয়ে করতে চলেছেন প্রভাস। তবে এই সমস্ত কিছুর মাঝেই ছবিতে প্রভাসের সহঅভিনেত্রী অনুষ্কা শেট্টির সঙ্গে তাঁর সম্পর্কের কথা কানাঘুষোয় শোনা যায়। এমনকি 'বাহুবলী'র এই জুটির অন-স্ক্রিন কেমিস্ট্রি এতটাই অসাধারণ ছিল যে সকলেই ভাবতে শুরু করেন, এঁরা দুজনে প্রেম করছেন। তবে এই সম্পর্কের বিষয়ে কার্যত মুখে কুলুপ এঁটে রেখেছিলেন দুপক্ষই। এমনকি অনুষ্কা এই সমস্ত খবরকে ভিত্তিহীন দাবি করে, তাঁদের ছবির টিমের এক সদস্যকে এই খবর ছড়ানোর অভিযোগে বহিষ্কার করেন।

অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার সেই সম্পর্ককেই আনুষ্ঠানিক ভাবে সকলের সামনে ঘোষণা করতে প্রস্তুত দুজনেই। এই বছর ডিসেম্বরই নাকি তাঁদের এনগেজমেন্ট। তবে যতক্ষণ না নায়ক-নায়িকার তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হচ্ছে, ততক্ষণ কেউই খবর সম্পর্কে নিশ্চিত হতে পারছেন না।

সম্প্রতিই প্রভাস এবং অনুষ্কাকে বলি ডিভা রবিনা টন্ডনের সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছে হায়দরাবাদে। এরআগে এই জুটি একসঙ্গে 'বিল্লা', 'মির্চি', 'বাহুবলী:দ্য বিগিনিং' ছবিতে কাজ করেছেন।

এখন সুজিথ রেড্ডির সঙ্গে 'সাহু' ছবিতে কাজ করছেন প্রভাস। সেখানেই প্রথমে প্রভাসের সঙ্গে কাজ করার কথা ছিল অনুষ্কা শেট্টির। কিন্তু পরে কোনও এক অজ্ঞাত কারণে ছবি থেকে অনুষ্কাকে সরিয়ে শ্রদ্ধা কপূরকে নেওয়া হয়।